সমাসের শ্রেণীবিভাগ--বহুব্রীহি সমাস--উপপর্ব (ক)
সমাসের শ্রেণীবিভাগ--বহুব্রীহি সমাস--উপপর্ব (ক)
বহুব্রীহি সমাস :- যে সমাসে সমস্যমান পদগুলির কোনোটিরই অর্থ প্রধানরূপে না বুঝিয়ে তাদের দ্বারা
লক্ষিত অন্য কোন পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তখন তাকে বহুব্রীহি সমাস বলে ।
' বহুব্রীহি ' পদটি ই বহুব্রীহি সমাস -নিষ্পন্ন ।--
বহু হয়েছে ব্রীহি ( ধান্য বিশেষ )যার =বহুব্রীহি ।
এখানে যার (কোনো ব্যক্তির ) প্রচুর ধান্য ফলেছে সেই তাকে বোঝাচ্ছে ।
পীত অম্বর যার = পীতাম্বর ( শ্রীকৃষ্ণ )।
এখানে পূর্বপদের বা পরপদের অর্থ প্রধানরূপে না বুঝিয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য কোন পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হচ্ছে ।
নষ্ট হয়েছে নীড় যার = নষ্টনীড় ( কোনো ব্যক্তির )
বহুব্রীহি সমাস ।
নষ্ট যে নীড় = নষ্টনীড় ( নীড়টিকে বোঝাচ্ছ)
কর্মধারয় সমাস ।
সু (শোভন) হৃদয় যার = সুহৃদ ( কোনো ব্যক্তির )
বহুব্রীহি সমাস ।
সু ( শোভন ) যে হৃদয় =সুহৃদ ( হৃদয় কে বোঝাচ্ছ )-------কর্মধারয় সমাস ।
বহুব্রীহি সমাসের প্রকার ভেদ -----
(ক ) সমানাধিকরণ বহুব্রীহি :-যে বহুব্রীহি সমাসের উভয় পদের বিভক্তি সমান থাকে এবং পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হয় , তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে ।
যথা :- বিশাল অক্ষি যার = বিশালাক্ষী (স্ত্রী ) / বিশালাক্ষ (পুং ) । উভয়ই পদের বিভক্তি শূন্য ।
প্র ( আরব্ধ ) দোষা ( রাত্রি ) যেখানে = প্রদোষ;
শুভ্র মুখ যার = শুভ্রমুখ (পুং ) /শুভ্রমুখী ( স্ত্রী );
ছিন্ন হয়েছে শাখা যার = ছিন্নশাখা ; ( বৃক্ষ )
বহুব্রীহি সমাস ।
ছিন্ন যে শাখা = ছিন্নশাখা (পরপদের 'শাখা ' অর্থ প্রাধান্য )-----কর্মধারয় সমাস ।
প্রিয় সখা যার = প্রিয়সখা (কোনো ব্যক্তি ) বহুব্রীহি সমাস ।
প্রিয় যে সখা = প্রিয়সখা ( পরপদের অর্থ প্রাধান্য) -------কর্মধারয় সমাস ।
যুবতী জায়া যার = যুবজানি ;
বহু পত্নী যার = বহুপত্নীক ;
ছন্ন হয়েছে মতি যার = ছন্নমতি ;
মধ্য (মধ্যম )বিত্ত যার = মধ্যবিত্ত ;
দুঃ অবস্থা যার = দুরবস্থ ;
দুঃ হয়েছে আকাঙ্ক্ষা যার = দুরাকাঙ্ক্ষ;
সীতা জায়া যার = সীতাজানি ;
কৃষ্ণই কান্ত যার = কৃষ্ণকান্ত ;
চন্দ্র হয়েছে শেখর (মুকুট ) যার = চন্দ্রশেখর ( শিব ) ;
অহি হয়েছে ভূষণ যার = অহিভূষণ ;
পতিই ব্রত যার = পতিব্রতা;
রাজা সখা যার = রাজসখা ;
দিক্ (শূন্য ) অম্বর যার = দিগম্বর ;
নদী মাতা যার = নদীমাতৃক ------ইত্যাদি ।
যুবতী জায়া যার = যুবজানি ;
বহু পত্নী যার = বহুপত্নীক ;
ছন্ন হয়েছে মতি যার = ছন্নমতি ;
মধ্য (মধ্যম )বিত্ত যার = মধ্যবিত্ত ;
দুঃ অবস্থা যার = দুরবস্থ ;
দুঃ হয়েছে আকাঙ্ক্ষা যার = দুরাকাঙ্ক্ষ;
সীতা জায়া যার = সীতাজানি ;
কৃষ্ণই কান্ত যার = কৃষ্ণকান্ত ;
চন্দ্র হয়েছে শেখর (মুকুট ) যার = চন্দ্রশেখর ( শিব ) ;
অহি হয়েছে ভূষণ যার = অহিভূষণ ;
পতিই ব্রত যার = পতিব্রতা;
রাজা সখা যার = রাজসখা ;
দিক্ (শূন্য ) অম্বর যার = দিগম্বর ;
নদী মাতা যার = নদীমাতৃক ------ইত্যাদি ।
No comments
THANKS.