সমাসের শ্রেণীবিভাগ ---বহুব্রীহি সমাস ---উপপর্ব (খ)
সমাসের শ্রেণীবিভাগ --বহুব্রীহি সমাস --উপপর্ব (খ)
ব্যধিকরণ বহুব্রীহি সমাস :- যে বহুব্রীহি সমাসের সমস্যমান পদদ্বয় পৃথক বিভক্তি যুক্ত হয়, তাকে ব্যধিকরণ বহুব্রীহি সমাস বলে ।এই সমাসে পূর্বপদটি
শূন্য বিভক্তি যুক্ত এবং পরপদ টি অধিকরণের এ বা
তে বিভক্তি যুক্ত হয় , । পূর্বপদ ও পরপদের বিভক্তি
পৃথক বলিয়াই নাম ব্যধিকরণ ( বি+অধিকরণ ) ।
যথা :- বজ্র পানিতে যার = বজ্রপাণি (ইন্দ্র );
পদ্ম নাভিতে যার = পদ্মনাভ (বিষ্ণু ) ;
বীণা র্ পানিতে যার = বীণাপাণি (সরস্বতী ) ;
চন্দ্র চূড়ায় যার = চন্দ্রচূড় ;
ণিচ্ অন্তে যার = ণিজন্ত ;
মধু কণ্ঠে যার = মধুকণ্ঠ ;
তুলনা মূলে যার = তুলনামূলক ;
ইতি আদিতে যার = ইত্যাদি ।
কোনো কোনো ক্ষেত্রে ' এ ' ও 'তে ' বিভক্তি যুক্ত পদ
পূর্বে ও বসে । যথা :- ধর্মে বুদ্ধি যার = ধর্মবুদ্ধি ;
নিম্নে রেখা যার = নিম্নরেখা ;
আশিতে বিষ যার = আশীবিষ (সর্প ) ;
ক্ষণে জন্ম যার = ক্ষণজন্মা ;
সত্যে সন্ধ্যা (স্থিরনিষ্ঠা ) যার = সত্যসন্ধ ;
পাপে মতি যার = পাপমতি ----ইত্যাদি ?
নঞর্থক বহুব্রীহি সমাস :- নঞর্থক পদের সহিত বিশেষ্যপদের যে বহুব্রীহি সমাস হয়, তাকে নঞর্থক বহুব্রীহি সমাস বলে ।
যথা :-নাই অর্থ যার = নিরর্থক ;
নাই অন্ত যার = অনন্ত ;
নিঃ রজঃ (ধুলি ) যার = নীরজ ;
নাই ঈশ যার = অনীশ ;
বিগতা পত্নী যার = বিপত্নীক ;
বিগত হয়েছে নিদ্রা যার = বিনিদ্র ;
বিগত হয়েছে রাগ যার = বিরাগ ;
বিগত হয়েছে শ্রদ্ধা যার = বীতশ্রদ্ধ ;
নাই চার যার = নাচার ;
বে (নাই ) কার (কর্ম ) যার = বেকার ;
বে (নাই ) তার যাহাতে = বেতার ;
নাই নাড়ী যার = আনাড়ী ;
নাই থই যার = অথই ----ইত্যাদি ।
No comments
THANKS.