সমাসের শ্রেণীবিভাগ ---বহুব্রীহি সমাস ---উপপর্ব (গ )

সমাসের শ্রেণীবিভাগ--বহুব্রীহি সমাস--উপপর্ব  (গ )


মধ্যপদলোপী  বহুব্রীহি সমাস :- বহুব্রীহি সমাসে  ব্যাসবাক্যের মধ্যেকার পদের  লোপ হলে তাকে মধ্যপদলোপী  বহুব্রীহি সমাস বলে ।

এই জাতীয় বহুব্রীহি সমাসে  একটি উপমান পদ থাকে বলে  একে উপমাবাচক বহুব্রীহি সমাস বলে ।

যথা :-  চাঁদের     ন্যায়   বদন   যার   =   চাঁদবদন  ;
মীনের     ন্যায়    অক্ষি    যার   (স্ত্রী )    =    মীনাক্ষী  ;
কমলের      মতো    অক্ষি   যার   = কমলাক্ষ /  (স্ত্রী )
কমলাক্ষী  ;     
মৃগের   নয়নের   ন্যায়   চঞ্চল    নয়ন    যার   =  মৃগনয়না ;

ভাইয়ের   কপালে   কল্যাণসূচক   ফোঁটা   দেওয়ার   যে   অনুষ্ঠান    =  ভাইফোঁটা  ;
চিরুনির   দাঁতের    মতো   দাঁত    যার  =  চিরুনদাঁতি  ;
এক    বুক    গভীরতা    যেখানে =   একবুক  (জল )  ; টিয়ার    ঠোঁটের    মতো    রঙ    যার =টিয়াঠোঁটী;       গোঁফে খেজুর পড়ে রয়েছে  যার  =গোঁফখেজুরে ;          চাঁদ   বদন   যার  ( স্ত্রী ) =  চাঁদবদনী ---ইত্যাদি ।


ব্যতিহার  বহুব্রীহি  সমাস :-পরস্পর  একজাতীয় ক্রিয়ার বিনিময় বুঝালে একই বিশেষ্যের  দ্বিত্বের দ্বারা যে বহুব্রীহি সমাস হয়, তাকে ব্যতিহার  বহুব্রীহি সমাস বলে ।যথা :-হাতে   হাতে   যে  যুদ্ধ   =  হাতাহাতি  ;
কানে   কানে   যে  পরামর্শ =  কানাকানি  ;
চুলে    চুলে  আকর্ষণ  পূর্বক  যে   যুদ্ধ =  চুলোচুলি  ;
দন্ডে    দন্ডে   যে   যুদ্ধ  = দন্ডাদন্ডি  ;
পরস্পরকে    কাটা   =  কাটাকাটি  ;
পরস্পরের    মধ্যে    আড়ি   =  আড়াআড়ি  ;
পরস্পরকে   টানা   =  টানাটানি  ;
গলায়   গলায়  যে   মিল   =  গলাগলি  ;
কোলে    কোলে   যে    মিলন   =  কোলাকুলি; 
হেসে     হেসে     যে     আলাপ  =  হাসাহাসি  ;
পরস্পর    সরা   =  সরাসরি -----ইত্যাদি ।



সহার্থক   বহুব্রীহি সমাস :-   পূর্বপদ  বিশেষ্যের  সহিত সহার্থক   উত্তরপদের  বহুব্রীহি সমাস হলে, তাকে  সহার্থক বহুব্রীহি সমাস বলে ।

যথা :-  লজ্জার    সহিত    বর্তমান   =  সলজ্জ  ;
হিংসার    সহিত     বর্তমান   =   সহিংস  ;
পুত্রের    সহিত    বর্তমান   =  সপুত্র ;
প্রতিভার    সহিত    বর্তমান    =  সপ্রতিভ; 
অবধানের    সহিত     বিদ্যমান   =  সাবধান ;
চরাচরের    সহিত   বিদ্যমান   =  সচরাচর ----ইত্যাদি ।



সংখ্যাবাচক  বহুব্রীহি সমাস :-  যে  বহুব্রীহি সমাসে পূর্বপদটি  সংখ্যাবাচক   শব্দ   থাকে, তাকে  সংখ্যাবাচক   বহুব্রীহি সমাস বলে ।
যথা  :-  আটটি   চাল    যার   =  আটচালা  ;
পঞ্চ    আনন্দ   যার   =  পঞ্চানন  ;
ত্রি     লোচন    যার    =  ত্রিলোচন  ;
                  দুইটি    নল    যার  =  দোনলা ;
একটি    ডাল   যার  =  একডালিয়া > একডেলে  ;
একদিকে    চোখ    যার   =   একচোখো ;
একদিকে    রোখ    যার  =  একরোখা  ;
সহস্র    লোচন    যার  = সহস্রলোচন ---ইত্যাদি ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.