অলুক সমাস ও নিত্য-সমাস --------( সমাস অধ্যায় সমাপ্ত )

  অলুক   সমাস    ও  নিত্য-সমাস 

অলুক সমাস  :- যে সমাসের  সমস্ত-পদে  পূর্বপদের বিভক্তিচিহ্ন লুপ্ত হয়ে যাই না, তাকে অলুক সমাস বলে।

লুক্  শব্দের অর্থ হল লোপ; পূর্বপদের বিভক্তির
বা  অনুসর্গের লোপ হয় না বলেই অলুক ।

বিভিন্ন  প্রকারের অলুক সমাস ।

অলুক  দ্বন্দ্ব :-  যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি   বা অনুসর্গ লোপ  হয় না তাকে অলুক দ্বন্দ্ব  বলে ।
যেমন:-   বুকে  ও   পিঠে    =  বুকেপিঠে  ;
চোখে    ও    মুখে   =  চোখেমুখে  ;
পথে     ও    ঘাটে    = পথেঘাটে  ;
মায়ে    ও    ঝিয়ে   =  মায়েঝিয়ে ;
হাতে    ও    কলমে    =  হাতেকলমে ;
দুধে    ও    ভাতে  =  দুধেভাতে -----ইত্যাদি ।



অলুক  তৎপুরুষ সমাস  (করণ ) :-যে করণ তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না।

 যথা:-হাতে    কাটা  =  হাতেকাটা ;
তেলে    ভাজা   =  তেলেভাজা  ;
বালির   বাঁধ  =  বালিরবাঁধ  ;
হাতে    গড়া   =  হাতেগড়া  ;
কলে      ছাঁটা   =  কলেছাঁটা ;
ছিপে    গাঁথা   =  ছিপেগাঁথা  ;
মেঘে     ঢাকা   =  মেঘেঢাকা ----ইত্যাদি  ।

সম্প্রদান  অলুক তৎপুরুষ সমাস  :-(পূর্বপদের  সম্প্রদানের  বিভক্তি চিহ্ন  লোপ পায়  না ।

যথা :- মুড়ির    জন্য   চাল   =  মুড়িরচাল ;
জামার    জন্য    কাপড়  =  জামার কাপড়  ;
পরস্মৈ  (পরের জন্য ) পদ  =  পরস্মৈপদ  ;
পড়ার    জন্য    ঘর   =   পড়ার ঘর  ;
খেলার   জন্য     মাঠ   =  খেলারমাঠ ;
ভাতের    নিমিত্তে     হাঁড়ি    =   ভাতের হাঁড়ি --ইত্যাদি।

অপাদান  (পূর্বপদের  অপাদানের বিভক্তি চিহ্ন লোপ হয়  না ) সারাৎ ( সার হইতে  ) সার = সারাৎ সার  ;
আকাশ   থেকে    পড়া    =  আকাশপড়া ;
ঘানি    হইতে   তেল   =  ঘানির তেল  ;
চোখ    থেকে    জল  =  চোখের জল ---ইত্যাদি ।

অধিকরণ  (পূর্বপদের  অধিকরণের বিভক্তিচিহ্ন লোপ পায় না ) যুধি (যুদ্ধে ) স্থির  =  যুধিষ্ঠির  ;
দিনে    ডাকাতি  = দিনেডাকাতি ;
দুধে    আলতা   = দুধে-আলতা  ;
গোড়ায়      গলদ   =   গড়ায় গলদ  -----ইত্যাদি ।


অলুক  সম্বন্ধ  ( পূর্বপদের সম্বন্ধ পদের বিভক্তিচিহ্ন লোপ হয় না )  মামার     বাড়ি  =  মামারবাড়ি  ;
তুষের      আগুন  =  তুষের আগুন  ;
রাজার     মেয়ে   =  রাজার মেয়ে  ;
ঘরের     ছেলে   =  ঘরেরছেলে -----ইত্যাদি ।



অলুক উপপদ  :-  খে ( আকাশে )  চরে   যে  = খেচর ;
কলেজে    পড়িয়াছে    যে    =  কলেজেপড়া  ;
অন্তে  (গুরুগৃহে) বাস করে  যে   =  অন্তে বাসী ;
রৌদ্রে পুড়িয়াছে ( তাপিত হয়েছে ) যে = রোদেপোড়া;
সরসি     জন্মে    যে   =  সরসিজ-----ইত্যাদি ।



অলুক বহুব্রীহি :-  গায়ে হলুদ দেওয়া হয়  যে অনুষ্ঠানে           =  গায়েহলুদ ;                                               হাতে খড়ি দেওয়া হয়  যে অনুষ্ঠানে = হাতেখড়ি;        মুখে  প্রথম ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে = মুখেভাত;
                                                             
(এগুলোকে  অনুষ্ঠান  বাচক বহুব্রীহি ও বলা হয় )



নিত্য - সমাস 


নিত্য-সমাস :- যে সমাসের ব্যাসবাক্য হয় না, অথবা যে সমাসের  ব্যাসবাক্য  করতে হলে অন্য পদের প্রয়োজন   হয়, তাকে  নিত্য-সমাস বলে ।
যথা:- কাঁচা    কলা   =  কাঁচকলা  (পাকলেও সেই কাঁচা কলাই  ) হবে । 
অন্য    গ্রাম  =  গ্রামান্তর ;
অন্য    মনু    = মন্বন্তর  ;
শুধুই    চিহ্ন   =  চিহ্নমাত্র ;
কেবল    একটি  = একটিমাত্র  ;
কেবল     বলা   =  বলাবলি  ;
কেবল      হাঁটা    =  হাঁটাহাঁটি  ;
কেবল     তৎ    =   তন্মাত্র  ;
কেবল      চিৎ    =  চিন্মাত্র   ;
শুধু         কিছু   = কিছুমাত্র ----ইত্যাদি  ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.