সন্ধি ও তার পরিচয় , সূচনা পর্ব ।

সন্ধি

পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে


যেমন :-বেদান্ত    = বেদ  +অন্ত  ( ''ব+এ+দ+অ")  =
বেদ্  ( অ ) ,   "অন্ত "  ( "অ+ন্+ত্+অ" )  = ( অ )ন্ত
অতয়েব  বেদ্ ( অ)+ (অ)ন্ত  = বেদান্ত  (অ)+(অ ) =আ
পূর্বপদের  শেষ বর্ণে যুক্ত  হয়েছে ।

অনুরূপ ভাবে  রাম্(অ)+(অ)য়ন। পূর্বপদের শেষ  বর্ণ(অ)এবং পরপদের প্রথমবর্ণ(অ) (অ+অ)=আ পূর্বপদের শেষ বর্ণে যুক্ত হয়ে = রামায়ণ   হয়েছে ।


এখানে স্বরবর্ণের সঙ্গে  স্বরবর্ণের মিলন হয়েছে ।
তাই এগুলি স্বরসন্ধি।

সম্  (ম্) ব্যঞ্জন বর্ণ +ব্যঞ্জন বর্ণ (ধ্ ) আন = সন্ধান ।
সম্(ম্ ) ব্যঞ্জন বর্ণ + ব্যঞ্জন বর্ণ (ধ্)ই =সন্ধি


এখানে  ব্যঞ্জন বর্ণে  ব্যঞ্জন বর্ণে  মিলন  হয়েছে 
তাই এগুলি ব্যঞ্জন সন্ধি ।

নিঃ(বিসর্গ )+(ব্যঞ্জন বর্ণ )চ্-----অল=নিশ্চল ।
তপঃ  (বিসর্গ ) +(স্বরবর্ণ ) অ---ধিক  =  ততোধিক ।


এখানে বিসর্গ সঙ্গে ব্যঞ্জন বর্ণ /স্বরবর্ণ মিলন হয়েছে ।
তাই এগুলি বিসর্গ সন্ধি ।


সার  +  অঙ্গ  =  সারঙ্গ  ( সারাঙ্গ  নয় );  
সম   +   অর্থ   =  সমর্থ । ( অ  + অ) =আ  সূত্র অনুসারে   = ( সমার্থ ) হয়   নি ।


যে  সন্ধি কোনো  নিয়ম মেনে চলে না  তাকে নিপাতনে সিদ্ধ  বলে ।


বাংলা তৎসম শব্দের সন্ধির  নিয়মাবলী সম্বন্ধে বিশদে আলোচনা করা হবে  ( সংস্কৃত ভাষার সন্ধি-নিয়ম অনুসারে ) ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.