কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি --- মুকুন্দ চক্রবর্তী ----নবম শ্রেণির পাঠ্য

      কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
    মুকুন্দ  চক্রবর্তী



মেঘে  কৈল  অন্ধকার  মেঘে  কৈল  অন্ধকার ।

দেখিতে  না  পায়  কেহ  অঙ্গ  আপনার  ।।
ঈশানে  উড়িল  মেঘ  সঘনে  চিকুর  ।
উত্তর  পবনে  মেঘ  ডাকে  দুর  দুর  ।।
নিমিশেকে  জোড়ে  মেঘ  গগন-মন্ডল  ।
চারি  মেঘে  বরিষে  মুষলধারে  জল  ।।
কলিঙ্গে  উড়িয়া  মেঘ  ডাকে  উচ্চনাদ  ।
প্রলয়  গণিয়া  প্রজা ভাবয়ে  বিষাদ  ।।
হুড়  হুড়  দুড়  দুড়  বহে  ঘন  ঝড়  ।
বিপাকে  ভবন  ছাড়ি  প্রজা  দিল  রড়  ।।
ধূলে  আচ্ছাদিত  হইল  যে  ছিল  হরিত  ।
উলটিয়া  পড়ে  শস্য  প্রজা  চমকিত  ।।
চারি  মেঘে  জল  দেয়  অষ্ট  গজরাজ  ।
সঘনে  চিকুর  পড়ে  বেঙ্গ-তড়কা  বাজ  ।।
করি-কর  সমান  বরিষে  জলধারা  ।
জলে  মহী  একাকার পথ হইল হারা ।।
ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন ।
কারো  কথা  শুনিতে  না  পায়  কোনো  জন  ।।
পরিচ্ছিন্ন  নাহি  সন্ধ্যা  দিবস  রজনী  ।
কলিঙ্গে  সোঙরে  সকল  লোক  যে  জৈমিনি  ।।
হুড়   হুড়   দুড়   দুড়  শুনি  ঝন  ঝন   ।
না  পায়  দেখিতে  কেহ  রবির  কিরণ  ।।
গর্ত  ছাড়ি  ভুজঙ্গ  ভাসিয়া  বুলে  জলে  ।
নাহি  জানি  জলস্থল  কলিঙ্গ-মন্ডলে   ।।
নিরবধি  সাত  দিন  বৃষ্টি  নিরন্তর  ।
আছুক  শস্যের  কার্য  হেজ্যা  গেল  ঘর  ।।
মেঝ্যাতে  পড়য়ে  শিল  বিদারিয়া  চাল  ।
ভাদ্রপদ  মাসে  যেন  পড়ে  থাকা  তাল  ।।
চণ্ডীর  আদেশ  পান  বীর  হনুমান  ।
মঠ  অট্টালিকা   ভাঙ্গি  করে  খান  খান  ।।
চারিদিকে  বহে  ঢেউ  পর্বত-বিশাল  ।
উঠে  পড়ে  ঘরগুলা  করে   দলমল  ।।
চণ্ডীর  আদেশে  ধায়  নদনদীগন  ।
অম্বিকামঙ্গল  গান  শ্রীকবিকঙ্কণ  ।।


                        ( নির্বাচিত  অংশ ) ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.