সন্ধির শ্রেণীবিভাগ --'-স্বরসন্ধি ----'উপপর্ব ( ৫) | সন্ধির নিয়মাবলী
সন্ধির শ্রেণীবিভাগ ----স্বরসন্ধি ---উপপর্ব (৫)
স্বরসন্ধির ঐ-কার সূত্র :-
পূর্বপদের শেষ বর্ণে" অ-কার" কিংবা " আ-কারের" পর পরপদের প্রথম বর্ণে " এ-কার " কিংবা " ঐ-কার"
থাকলে উভয়ে মিলে " ঐ-কার " হয়, সেই " ঐ-কার "
পূর্বপদের শেষ বর্ণে যুক্ত হয় ।
( অ + এ ) = ঐ :-
জন (অ) + (এ)ক = জনৈক ; (পূর্বপদের শেষ বর্ণ -'ন')
হিত (অ) + (এ)ষণা = হিতৈষী;
সর্ব (অ) + (এ)ব = সর্বৈব ;
হিত (অ) + (এ)ষী = হিতৈষী ;
শুভ (অ) + (এ)ষী = শুভৈষী ------ইত্যাদি ।
( অ + ঐ ) = ঐ :-
মত (অ) + (ঐ)ক্য = মতৈক্য ;
চিত্ত (অ) + (ঐ)শ্বর্য = চিত্তৈশ্বর্য ;
বিত্ত (অ) + (ঐ)শ্বর্য = বিত্তৈশ্বর্য ;
ষড় (অ) + (ঐ)শ্বর্য = ষড়ৈশ্বর্য ;
রাজ (অ) + (ঐ)শ্বর্য রাজৈশ্বর্য ;
ধন (অ) + (ঐ)শ্বর্য = ধনৈশ্বর্য ------ইত্যাদি ।
( আ + এ ) = ঐ :-
তথা(আ) + (এ)ব = তথৈব ;
তথা(আ) + (এ)বচ = তথৈবচ ;
সদা(আ) + (এ)ব = সদৈব ;
বসুধা(আ) + (এ)ব = বসুধৈব ;
বসুধা(আ) + (এ)বচ = বসুধৈবচ ---ইত্যাদি ।
( আ + ঐ ) = ঐ :-
মহা(আ) + (ঐ)শ্বর্য = মহৈশ্বর্য ;
মহা(আ) + (ঐ)রাবত = মহৈরাবত ;
রাজা(আ) + (ঐ)শ্বর্য = রাজৈশ্বর্য -----ইত্যাদি ।
স্বরসন্ধি ঔ-কার সূত্র :-
পূর্বপদের শেষ বর্ণে " অ-কার " কিংবা " আ-কার " এর পর এবং পরপদের প্রথম বর্ণে " ও-কার " কিংবা
" ঔ-কার " থাকলে উভয়ে মিলে "ঔ-কার" হয়, সেই "ঔ-কার " পূর্বপদের শেষ বর্ণে যুক্ত হয় ।
( অ + ও ) = ঔ :-
জল (অ) + (ও)কা = জলৌকা ; (পূর্বপদের শেষ বর্ণ -"ল" )
বন (অ) + (ও)ষধি = বনৌষধি ;
কণ্ঠ (অ) + (ও)ষ্ঠ =কণ্ঠস্বর ;
বিম্ব(অ) + (ও)ষ্ঠ = বিম্বৌষ্ঠ ----ইত্যাদি ।
( অ + ঔ ) = ঔ :-
বন (অ) + (ঔ)ষধ =বনৌষধ ;
চিত্ত (আ) + (ঔ)দার্য = চিত্তৌদার্য ;
চিত্ত (অ) + (ঔ)দাস্য = চিত্তৌদাস্য ;
অমৃত (অ) + (ঔ)ষধ = অমৃতৌষধ -----ইত্যাদি ।
( আ + ও ) = ঔ :-
মহা(আ) + (ও)ষধি = মহৌষধি ;
গঙ্গা(আ) + (ও)ষধি = গঙ্গৌষধি ;
গঙ্গা(আ) +(ও)ঘ =গঙ্গৌঘ ;
মহা(আ) + (ও)ঘ =মহৌঘ----- ইত্যাদি ।
( আ + ঔ ) = ঔ:-
মহা(আ) + (ঔ)ষধ =মহৌষধ ;
মহা(আ) + (ঔ)দার্য =মহৌদার্য ;
মহা(আ) + (ঔ)ৎসুক্য = মহৌৎসুক্য ---ইত্যাদি ।
চিত্ত (আ) + (ঔ)দার্য = চিত্তৌদার্য ;
চিত্ত (অ) + (ঔ)দাস্য = চিত্তৌদাস্য ;
অমৃত (অ) + (ঔ)ষধ = অমৃতৌষধ -----ইত্যাদি ।
( আ + ও ) = ঔ :-
মহা(আ) + (ও)ষধি = মহৌষধি ;
গঙ্গা(আ) + (ও)ষধি = গঙ্গৌষধি ;
গঙ্গা(আ) +(ও)ঘ =গঙ্গৌঘ ;
মহা(আ) + (ও)ঘ =মহৌঘ----- ইত্যাদি ।
( আ + ঔ ) = ঔ:-
মহা(আ) + (ঔ)ষধ =মহৌষধ ;
মহা(আ) + (ঔ)দার্য =মহৌদার্য ;
মহা(আ) + (ঔ)ৎসুক্য = মহৌৎসুক্য ---ইত্যাদি ।
No comments
THANKS.