সন্ধির শ্রেণীবিভাগ ---স্বরসন্ধি --উপপর্ব ( ৪) | সন্ধির নিয়মাবলী
সন্ধির শ্রেণীবিভাগ ---স্বরসন্ধি --উপপর্ব ( ৪)
স্বরসন্ধির " এ-কার " সূত্র :-
পূর্বপদের শেষ বর্ণের " অ-কার " বা " আ-কার "এর পর পরপদের প্রথম বর্ণে " ই-কার " বা " ঈ-কার " থাকলে উভয়ে মিলে " এ-কার " হয় , ঐ "এ-কার" পূর্বপদের শেষ বর্ণে যুক্ত হয় ।
( অ + ই ) = এ :-
স্ব (অ) + (ই)চ্ছা =স্বেচ্ছা ;
নর (অ) + (ই)ন্দ্র = নরেন্দ্র ;
দেব (অ) + (ই)ন্দ্র = দেবেন্দ্র ;
সুখ (অ) + (ই)ন্দু = সুখেন্দু ;
শুভ (অ) + (ই)চ্ছা =শুভেচ্ছা;
বল (অ) + (ই)ন্দ্র =বলেন্দ্র ------ইত্যাদি
( অ + ঈ ) = এ :-
ভব (অ) + ( ঈ)শ = ভবেশ ;
গণ (অ) + (ঈ)শ = গণেশ ;
দীন (অ) + (ঈ)শ = দীনেশ ;
রাজ্য (অ) + (ঈ)শ্বর = রাজ্যেশ্বর ;
তারক (অ) + (ঈ)শ্বর = তারকেশ্বর ;
অপ (অ) + (ঈ)ক্ষা =অপেক্ষা ;
প্রাণ (অ) + (ঈ)শ = প্রাণেশ ----ইত্যাদি ।
( আ + ই ) = এ :-
যথা(আ) + (ই)চ্ছা = যথেচ্ছা ;
যথা(আ) + (ই)ষ্ট = যথেষ্ট ;
মহা(আ) + (ই)ন্দ্র = মহেন্দ্র ;
রমা(আ) + (ই)ন্দ্র = রমেন্দ্র ;
সুধা(আ) + (ই)ন্দু = সুখেন্দু ;
রসনা(আ) + (ই)ন্দ্রিয় = রসনেন্দ্রিয় -----ইত্যাদি ।
( আ + ঈ ) = এ :-
রমা(আ) + (ঈ)শ = রমেশ ;
উমা(আ) + (ঈ)শ = উমেশ ;
দুর্গা(আ) + (ঈ)শ = দুর্গেশ ;
সারদা(আ) + (ঈ)শ্বরী = সারদেশ্বরী ;
দ্বারকা(আ) + (ঈ)শ্বর = দ্বারকেশ্বর ;
মহা(আ) + (ঈ)শ্বর = মহেশ্বর -----ইত্যাদি ।
স্বরসন্ধি ও-কার সূত্র :-
পূর্বপদের শেষ বর্ণে ( " অ " বা " আ " ) এর পর পরপদের প্রথম বর্ণে ( " উ " বা " ঊ " ) থাকলে
উভয়ে মিলে ও-কার হয় , ঐ ও-কার পূর্বপদের শেষ বর্ণে যুক্ত হয় ।
( অ + উ ) = ও :-
সহ (অ) + (উ)দর = সহোদর ;
শীত (অ) + (উ)ষ্ণ = শীতোষ্ণ ;
পর (অ) + (উ)পকার = পরোপকার ;
উত্তর (অ) + (উ)ত্তর = উত্তরোত্তর ;
নর (অ) + (উ)ত্তম = নরোত্তম ;
সূর্য(অ) + (উ)দয় = সূর্যোদয় ;
শারদ (অ) + (উ)ৎসব = শারদোৎসব ;
সময় (অ) + (উ)পযোগী = সময়োপযোগী---ইত্যাদি ।
( অ + ঊ ) = ও :-
চল (অ) + (ঊ)র্মি = চলোর্মি ;
এক (অ) + (ঊ)ন = একোন ;
নব (অ) + (ঊ)ঢ়া = নবোঢ়া ;
পর্বত(অ) + (ঊ)র্ধ্ব = পর্বতোর্ধ্ব ;
এক (অ) + (ঊ) ন বিংশতি =একোনবিংশতি ;
পর্বত (অ) + (ঊ)র্ধ্ব = পর্বতোর্ধ্বে ------ইত্যাদি ।
( আ + উ ) = ও :-
যথা(আ) + (উ)চিত = যথোচিত ;
বিদ্যা(আ) + (উ)দয় =বিদ্যোদয় ;
বিদ্যা(আ) + (উ)ৎসাহী = বিদ্যোৎসাহী ;
কথা(আ) + (উ)পকথন = কথোপকথন ;
গঙ্গা(আ) + (উ)দক = গঙ্গোদক ;
পর্বত (অ) + (ঊ)র্ধ্ব = পর্বতোর্ধ্বে ------ইত্যাদি ।
( আ + উ ) = ও :-
যথা(আ) + (উ)চিত = যথোচিত ;
বিদ্যা(আ) + (উ)দয় =বিদ্যোদয় ;
বিদ্যা(আ) + (উ)ৎসাহী = বিদ্যোৎসাহী ;
কথা(আ) + (উ)পকথন = কথোপকথন ;
গঙ্গা(আ) + (উ)দক = গঙ্গোদক ;
মহা(আ) + (উ)ৎসব = মহোৎসব ;
দুর্গা (আ) + (উ)ৎসব = দুর্গোৎসব ;
মহা(আ) + (উ)পকার = মহোপকার ----ইত্যাদি
( আ + ঊ ) = ও :-
গঙ্গা (আ) + (ঊ )র্মি = গঙ্গোর্মি ;
মহা(আ) + (ঊ)র্ধ্ব = মহোর্ধ্ব ;
মহা(আ) + (ঊ)র্মি = মহোর্মি ;
সীমা (আ) + (ঊ)র্ধ্ব = সীমোর্ধ্ব ;
গঙ্গা(আ) + (ঊ)র্ধ্ব = গঙ্গোর্ধ্ব -----ইত্যাদি ।
দুর্গা (আ) + (উ)ৎসব = দুর্গোৎসব ;
মহা(আ) + (উ)পকার = মহোপকার ----ইত্যাদি
( আ + ঊ ) = ও :-
গঙ্গা (আ) + (ঊ )র্মি = গঙ্গোর্মি ;
মহা(আ) + (ঊ)র্ধ্ব = মহোর্ধ্ব ;
মহা(আ) + (ঊ)র্মি = মহোর্মি ;
সীমা (আ) + (ঊ)র্ধ্ব = সীমোর্ধ্ব ;
গঙ্গা(আ) + (ঊ)র্ধ্ব = গঙ্গোর্ধ্ব -----ইত্যাদি ।
No comments
THANKS.