সন্ধির শ্রেণীবিভাগ -----স্বরসন্ধি ------- উপপর্ব (৩) | সন্ধির নিয়মাবলী

সন্ধির   শ্রেণীবিভাগ ----- স্বরসন্ধি ----উপপর্ব -( ৩ ) 


স্বরসন্ধির  ---------" ঊ-কারান্ত "  সূত্র :- 


পূর্বপদের শেষ বর্ণের " উ-কার "  বা  " ঊ-কার "সাথে পরপদের প্রথম বর্ণের " উ-কার "  বা   " ঊ-কার  "  থাকলে উভয়ে মিলে " ঊ-কার " হয় । এবং ঐ ঊ-কার   পূর্বপদের শেষ বর্ণের সাথে যুক্ত হয় ।


( উ   +  উ  )  =     ঊ-সূত্র :-


সু  ( উ )  +( উ )ক্ত  =  সূক্ত ;
কটু  ( উ )   + ( উ )ক্তি   =   কটূক্তি  ;
বিধু  ( উ )   + ( উ )দয়   =  বিধূদয় ;
মধু  ( উ )   + ( উ )ক্তি    =   মধূক্তি  ;
মরু  ( উ )  + ( উ )দ্যান   =  মরূদ্যান  ;
সাধু  ( উ )  + ( উ )ত্তম   =  সাধূত্তম ;
অনুরূপ ভাবে ----ভানু  +  উদয়   =ভানূদয় ;
অনু   +   উদিত   =   অনূদিত  ;
মৃত্যু   +  উত্তীর্ণ    =  মৃত্যূত্তীর্ণ ----ইত্যাদি


(  উ  +  ঊ   )=   ঊ-সূত্র :-  


লঘু( উ )  + ( ঊ )র্মি   =  লঘূর্মি  ;
তনু( উ )  +  ( ঊ )র্ধ্ব   =   তনূর্ধ্ব  ;
মধু( উ )  +  ( ঊ )র্মি    =  মধূর্মি  ;
সিন্ধু( উ )   +  ( ঊ )র্মি     =   সিন্ধূর্মি  ;
তরু( উ )  + ( ঊ )র্ধ্ব    =  তরূর্ধ্ব  ;
বহু( উ )  + ( ঊ )র্ধ্ব   =  বহূর্ধ্ব -----ইত্যাদি ।


(ঊ   +  উ ) =  ঊ-সূত্র :-

বধূ( ঊ )  + ( উ )দয়   =  বধূদয়  ;
বধূ( ঊ )  + ( উ )ৎ সব  =  বধূৎসব  ;
ভূ( ঊ )  + ( উ )ত্থিত   =  ভূত্থিত  ;
জম্বূ( ঊ )  + ( উ )ত্থান   =  জম্বূত্থান ---ইত্যাদি ।


( ঊ   +   ঊ )   =    ঊ-কার   সূত্র :- 


বধূ( ঊ )  +  ( ঊ)র্মি =  বধূর্মি  ;
সরযূ( ঊ )  + (ঊ)র্মি   =  সরযূর্মি ;
ভূ( ঊ )  + (ঊ )ধর    =    ভূধর  ; 
বধূ(ঊ)   +( ঊ )র্মিলা  =  বধূর্মিলা ---- ইত্যাদি ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.