সন্ধির শ্রেণীবিভাগ ----স্বরসন্ধি ----উপপর্ব ( ৬)'

সন্ধির  শ্রেণীবিভাগ -----স্বরসন্ধি ---উপপর্ব  (  ৬ )

স্বরসন্ধির   অর্ -সূত্র   র্   রেফ্  বর্ণের  আগম  :- 

পূর্বপদের শেষ বর্ণে অ-কার কিংবা আ-কারের পর পরপদের প্রথম বর্ণে ঋ-কার থাকলে উভয়ে মিলে  অর্  হয় , অর্-এর 'অ 'পূর্বপদের শেষ বর্ণে যুক্ত্ হয় এবং পরপদের প্রথম বর্ণে 'র্ 'রেফ্ হয়ে যুুুক্ত হয় ।

(অ  +ঋ ) = অর্   :- 

দেব(অ)   +  (ঋ)ষি   =  দেবর্ষি  ;
বিপ্র (অ)   +  (ঋ)ষি   =  বিপ্রর্ষি  ;
উত্তম (অ)   +  (ঋ)ণ   =  উত্তমর্ণ  ;
সপ্ত (অ)   +  (ঋ)ষি   =  সপ্তর্ষি  ;
অধম (অ)    +  (ঋ)ণ    =  অধমর্ণ ;
ভরত (অ)   +  (ঋ)ষভ   =  ভরতর্ষভ  ;
যুগ (অ)   +  (ঋ)ষি   =  যুগর্ষি  ----ইত্যাদি   ।


(আ   +  ঋ  )  = অর্  :-


মহা(আ)   +  (ঋ)ষি   =  মহর্ষি  ;
মহা(আ)   +  (ঋ)ষভ   =  মহর্ষভ ;
রাজা(আ)   +  (ঋ)ষি    =  রাজর্ষি ----ইত্যাদি ।


স্বরসন্ধি   আর্ -সূত্র :-

পূর্বপদের শেষ বর্ণে অ-কার কিংবা আ-কারের পর পরপদ "ঋত "শব্দের স্থলে  "ঋ" 'অর' না হয়ে  'আর' হয়ে যায় ।এই ক্ষেত্রে 'আর' এর  'আ 'পূর্বপদের শেষ বর্ণে যুক্ত হয় , এবং 'র্ ' -রেফ্ হয়ে  পরপদের প্রথম বর্ণে যুক্ত্  হয় ।                                                  

(অ   +  ঋত)   =  আর্ত :-


শীত (অ)   +  (ঋ)ত    =  শীতার্ত  ;
দুঃখ (অ)   +  (ঋ)ত    =  দুঃখার্ত  ;
ভয় (অ)   +  (ঋ)ত    =   ভয়ার্ত  ;
হিম (অ)   +   (ঋ)ত   =   হিমার্ত  ;
শোক (অ)   +  (ঋ)ত   =   শোকার্ত  ;
স্নেহ (অ)   +  (ঋ)ত   =   স্নেহার্ত  ------ইত্যাদি ।


(আ   +ঋত  )=  আর্ত  :-


বেদনা(আ)   +   (ঋ)ত   =  বেদনার্ত  ;
পিপাসা(আ)   +  (ঋ)ত   =  পিপাসার্ত  ;
ক্ষুধা(আ)   +   (ঋ)ত    =   ক্ষুধার্ত  ;
তৃষ্ণা(আ)   +   (ঋ)ত     =  তৃষ্ণার্ত ;
শঙ্কা(আ)   +  (ঋ)ত   =   শঙ্কার্ত  ;
বন্যা(আ)   +   (ঋ)ত   =  বন্যার্ত ------ ইত্যাদি ।


স্বরসন্ধি  র্-ফলা  সূত্র  (পূর্ব  বর্ণের  পদতলে) :-


পূর্বপদের শেষ বর্ণ "ঋ-কার" পর পরপদের প্রথম বর্ণ 'ঋ'-কার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে 'ঋ'-স্থানে র্ হয় ।  
এই র্  র্-ফলা  হয়ে পূর্বপদের শেষ বর্ণের  পদতলে বসে এঁদের পরপদের প্রথম বর্ণের 'স্বর' র্-ফলায় যুক্ত  হয় ।
যেমন  :-পিতৃ + অনুমতি = পিত্রনুমতি  । এখানে 
" পিতৃ "শব্দে 'ঋ' আছে । " অনুমতি " শব্দে প্রথম বর্ণ  ' ' ঋ ' ভিন্ন অন্য স্বরবর্ণ আছে সেই কারণে পূর্ব বর্ণ ' ঋ ' 
র্-ফলা হয়ে পূর্বপদের শেষ বর্ণের পদতলে বসেছে এবং পরপদের  স্বর  'অ'-স্বর পূর্ববর্ণের   " র-ফলার " সাথে
যুক্ত হয়েছে । তাই  "পিত্রনুমতি "হয়েছে  ।" পিত্রানুমতি"
হয় নি ।এই শব্দ লেখা ভুল ।

অনুরূপ ভাবে -মাতৃ   +   আদেশ    =  মাত্রাদেশ   ;
পিতৃ    +   আলয়   =  পিত্রালয়  ;
 ভাতৃ  +  উপদেশ   =  ভাত্রুপদেশ  ;
দাতৃ   +  আদেশ   =  দাত্রাদেশ  ----ইত্যাদি ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.