সন্ধির শ্রেণীবিভাগ -----স্বরসন্ধি -------উপপর্ব ( ৭)
সন্ধির শ্রেণীবিভাগ ----স্বরসন্ধি ---- উপপর্ব (৭)
স্বরসন্ধির য্ -ফলা সূত্র :-
পূর্বপদের শেষ বর্ণ "ই-কার " কিংবা " ঈ-কার "
থাকলে এবং পরপদের প্রথম বর্ণ "ই-কার" বা "ঈ-কার"
ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে উভয়ে মিলে যে সন্ধি হয়,
সেখানে " ই " বা " ঈ "স্থলে য্-ফলা হয় এবং পরপদের প্রথম বর্ণের স্বরবর্ণের স্বর য্-ফলার সাথে
যুক্ত হয় ।
যেমন :- আ( দি ) দ্+ই + (অ)ন্ত = আদ্যন্ত । এখানে পূর্বপদের ' ই ' য্-ফলা হয়েছে , এবং পরপদের ' অ ' স্বর য্-ফলার সাথে যুক্ত হয়েছে ।
অনুরূপ ভাবে :- প্রতি +আগমন = প্রত্যাগমন ;
ইতি + আদি = ইত্যাদি ;
অধি + অয়ন = অধ্যয়ন ;
অনুমতি + অনুসারে = অনমত্যনুসারে ;
প্রতি + ঊষ =প্রত্যূষ ;
ইতি + অবসরে = ইত্যবসরে ;
নদী + অম্বু = নদ্যম্বু ;
অভি + উত্থান = অভ্যুত্থান ;
প্রতি + উপকার = প্রত্যুপকার ;
অভি + উদয় =অভ্যুদয় ------ইত্যাদি ।
দ্রষ্টব্য : পরি , উপরি প্রভৃতি পূর্বপদ হলে সন্ধিজাত য্ য্-ফলা না হয়ে নিজরূপে থাকে পূর্ববর্তী 'র' রেফ্
হয়ে য্-কারের মাথায় চলে যায় ।এবং পরপদের প্রথম স্বর য্-কারে যুক্ত হয় ।
যেমন :-পরি + অবসান = পর্যবসান ;
পরি + অটন = পর্যটন ;
পরি + অন্ত = পর্যন্ত ;
উপরি + উপরি = উপর্যুপরি ;
পরি + আপ্ত = পর্যাপ্ত -----ইত্যাদি ।
স্বরসন্ধি ব্-ফলা সূত্র :-
' উ-'কার বা ' ঊ-'কারের পরে ' উ ' বা ' ঊ ' ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে 'উ'-কার বা ' ঊ'-কার অন্তঃস্থ 'ব'
(ব্-ফলা )হয়ে যায় এবং পরের স্বর 'ব'-তে যুক্ত হয় ।
যেমন :-সু + আগত = স্বাগত ;
সু +অচ্ছ = স্বচ্ছ ;
সাধু + ঈ = সাধ্বী ;
অনু + ইত = অন্বিত ;
তনু + ঈ =তন্বী ;
অনু ইষ্ট = অন্বিষ্ট -------ইত্যাদি ।
স্বরসন্ধির য্ -ফলা সূত্র :-
পূর্বপদের শেষ বর্ণ "ই-কার " কিংবা " ঈ-কার "
থাকলে এবং পরপদের প্রথম বর্ণ "ই-কার" বা "ঈ-কার"
ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে উভয়ে মিলে যে সন্ধি হয়,
সেখানে " ই " বা " ঈ "স্থলে য্-ফলা হয় এবং পরপদের প্রথম বর্ণের স্বরবর্ণের স্বর য্-ফলার সাথে
যুক্ত হয় ।
যেমন :- আ( দি ) দ্+ই + (অ)ন্ত = আদ্যন্ত । এখানে পূর্বপদের ' ই ' য্-ফলা হয়েছে , এবং পরপদের ' অ ' স্বর য্-ফলার সাথে যুক্ত হয়েছে ।
অনুরূপ ভাবে :- প্রতি +আগমন = প্রত্যাগমন ;
ইতি + আদি = ইত্যাদি ;
অধি + অয়ন = অধ্যয়ন ;
অনুমতি + অনুসারে = অনমত্যনুসারে ;
প্রতি + ঊষ =প্রত্যূষ ;
ইতি + অবসরে = ইত্যবসরে ;
নদী + অম্বু = নদ্যম্বু ;
অভি + উত্থান = অভ্যুত্থান ;
প্রতি + উপকার = প্রত্যুপকার ;
অভি + উদয় =অভ্যুদয় ------ইত্যাদি ।
দ্রষ্টব্য : পরি , উপরি প্রভৃতি পূর্বপদ হলে সন্ধিজাত য্ য্-ফলা না হয়ে নিজরূপে থাকে পূর্ববর্তী 'র' রেফ্
হয়ে য্-কারের মাথায় চলে যায় ।এবং পরপদের প্রথম স্বর য্-কারে যুক্ত হয় ।
যেমন :-পরি + অবসান = পর্যবসান ;
পরি + অটন = পর্যটন ;
পরি + অন্ত = পর্যন্ত ;
উপরি + উপরি = উপর্যুপরি ;
পরি + আপ্ত = পর্যাপ্ত -----ইত্যাদি ।
স্বরসন্ধি ব্-ফলা সূত্র :-
' উ-'কার বা ' ঊ-'কারের পরে ' উ ' বা ' ঊ ' ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে 'উ'-কার বা ' ঊ'-কার অন্তঃস্থ 'ব'
(ব্-ফলা )হয়ে যায় এবং পরের স্বর 'ব'-তে যুক্ত হয় ।
যেমন :-সু + আগত = স্বাগত ;
সু +অচ্ছ = স্বচ্ছ ;
সাধু + ঈ = সাধ্বী ;
অনু + ইত = অন্বিত ;
তনু + ঈ =তন্বী ;
অনু ইষ্ট = অন্বিষ্ট -------ইত্যাদি ।
No comments
THANKS.