।। সংস্কৃত তদ্ধিত - প্রত্যয় ।।ষ্ণিক , ষ্ণীয় , ইয় , ঈন , ইত (৬ষ্ঠ / ১২ তম পর্ব )

        ।।   তদ্ধিত - প্রত্যয় ।।

 অপত্যার্থক ভিন্ন অন্য অর্থে কিছু তদ্ধিত- প্রত্যয় ।
 
ষ্ণিক : - (রচয়িতা, দক্ষতা, পাণ্ডিত্য ,জীবিকা, 
              ব্যাপ্তি  )  প্রভৃতি  অর্থে এই প্রত্যয় হয় ।
   
ষ্ণিক : - (ষ্, ণ্  ই ৎ, ইক থাকে ) ।
 
   নৌ + ষ্ণিক = নাবিক ।
   সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক ।
   দেহ + ষ্ণিক = দৈহিক ।
   দিন + ষ্ণিক = দৈনিক ।
   বৎসর +ষ্ণিক = বাৎসরিক ।
   বেদ + ষ্ণিক  =  বৈদিক ।
   ইহ  +ষ্ণিক  = ঐহিক ।
   কায় + ষ্ণিক = কায়িক ।
   মায়া + ষ্ণিক = মায়িক ।

 ষ্ণীয় : - ( সম্বন্ধ , জাত বা যোগ্য ) প্রভৃতি  অর্থে এই 
              প্রত্যয় হয় ।
   
 ষ্ণীয় : - (ষ্ ,ণ্ ইৎ , ঈয় থাকে ) ।

মানব + ষ্ণীয় = মানবীয়  বা  মাননীয় ।
সম্বন্ধ + ষ্ণীয়  =সম্বন্ধীয় ।
বঙ্গ + ষ্ণীয় = বঙ্গীয় ।
ভারত + ষ্ণীয় = ভারতীয় ।
ত্বদ্ + ষ্ণীয় = ত্বদীয় ।
বায়ু + ষ্ণীয় = বায়বীয় ।
পর + ষ্ণীয় =  পরকীয় ।
স্ব + ষ্ণীয় = স্বীয় (স্বকীয় ও হয় -ক আগম হয়েছে ) ।
রাজা + ষ্ণীয় = রাজকীয় ।

 ইয় : - ( এই প্রত্যয়সিদ্ধ শব্দগুলি  বিশেষ্য ।প্রত্যয়টি
            সর্বাংশে অটুট থাকে ) ।

ইন্দ্র + ইয় =  ইন্দ্রিয় ।
শ্রোত্র + ইয় = শ্রোত্রিয়


 ঈন  : - (সম্বন্ধ হিত প্রভৃতি অর্থে এই প্রত্যয় হয় ।
             ঈন  প্রত্যয়নিষ্পন্ন শব্দ বিশেষণ ।এই
             প্রত্যয়ের কোনো অংশই লোপ পায় না ,
             সবটুকু বর্তমান থাকে )  ।

   সর্বাঙ্গ + ঈন = সর্বাঙ্গীণ ।
   তৎকাল + ঈন = তৎকালীন ।
   সর্বজন + ঈন = সর্বজনীন  (হিতার্থে ) ।
   সর্বজন + ঈন = সার্বজনীন  (সম্বন্ধ  বুঝাতে ) ।
   কুল +  ঈন  =কুলীন ।
   প্রাচ্  + ঈন  = প্রাচীন ।
   অর্বাচ্ + ঈন  = অর্বাচীন  ।
   
 ইত  : - জাত বা যুক্ত অর্থে অ বর্ণাণান্ত                                     বিশেষ্যের পরিবর্তে এই প্রত্যয়যোগে                             বিশেষণপদ গঠিত হয়। এই প্রত্যয়টি ও                         সর্বাংশে অটুট থাকে ।

    ব্যথা  +  ইত = ব্যথিত
   পুষ্প  +  ইত  = পুষ্পিত ।
   পল্লব  +  ইত  = পল্লবিত ।
   পুলক + ইত = পুলকিত ।
   মুকুল  + ইত = মুকুলিত ।

     

   

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.