।। সংস্কৃত তদ্ধিত-প্রত্যয় ।।ষ্ণ,ষ্ণি,ষ্ণ্য,ষ্ণেয়,ষ্ণায়ন (৫ম / ১২ তম পর্ব )

                       ।।  তদ্ধিত-প্রত্যয় ।।
   
      শব্দ ( বিশেষ্য, বিশেষণ ) +প্রত্যয় = তদ্ধিত-প্রত্যয় ।
তদ্ধিত-প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ গঠন হয় ।
নূতন শব্দের সাথে আবার প্রত্যয় যোগে নূতন শব্দ
গঠন করা হয় ।

   যেমন : - অতিথি + ষ্ণেয় = আতিথেয় ;
                আতিথেয় + তা = আতিথেয়তা ।

    তদ্ধিত প্রত্যয় :- অপত্য অর্থে ( পুত্র বা বংশধর বা শিষ্য বা উপাসক  )বুঝাতে  ষ্ণ , ষ্ণি , ষ্ণ্য, ষ্ণেয়,ষ্ণায়ন-
প্রভৃতি প্রত্যয়গুলি যুক্ত করা হয় । 

     ষ্ণ - প্রত্যয় :- (ষ্ , ণ্ ইৎ , অ থাকে ) ।

 মনু + ষ্ণ = মানব ।
শিব +ষ্ণ = শৈব ।
যদু + ষ্ণ = যাদব ।
অণু +ষ্ণ =আণব ।
মনু + ষ্ণ =মানব ।
বিষ্ণু +ষ্ণ = বৈষ্ণব
পুরু +ষ্ণ = পৌরব ।
কুরু +ষ্ণ = কৌরব ।
পাণ্ডু +ষ্ণ =পাণ্ডব ।
শিশু +ষ্ণ =শৈশব ।
পুত্র + ষ্ণ =পৌত্র ।
ভৃগু +ষ্ণ =ভার্গব ।

   ষ্ণি - প্রত্যয় : - (ষ্ , ণ্ ইৎ , ই থাকে ) ।

দশরথ +ষ্ণি =দাশরথি ।
রাবণ +ষ্ণি =রাবণি  ।
অর্জুন + ষ্ণি =আর্জুনি ।
সুর + ষ্ণি  =সৌরি  ।
শূর + ষ্ণি =শৌরি ।
ব্যাস + ষ্ণি =বৈয়াসকি।
সুমিত্রা + ষ্ণি=সৌমিত্রি
     
     ষ্ণ্য -প্রত্যয়  : - ( ষ্,  ণ্ ই ৎ , য থাকে  )

 দিত  +ষ্ণ্য = দৈত্য ।
অদিতি +ষ্ণ্য = আদিত্য ।
গর্গ + ষ্ণ্য =গার্গ্য ।
সহিত +ষ্ণ্য = সাহিত্য ।
চণক + ষ্ণ্য, =চাণক্য ।
দীন +ষ্ণ্য = দৈন্য ।
পুরোহিত + ষ্ণ্য = পৌরোহিত্য ।
উদ্ধত + ষ্ণ্য = ঔদ্ধত্য ।
অর্ঘ + ষ্ণ্য = অর্ঘ্য ।
পাদ +ষ্ণ্য = পাদ্য ।
এক + ষ্ণ্য =ঐক্য ।
সোম + ষ্ণ্য =সৌম্য ।

  ষ্ণেয় -প্রত্যয়  : - (ষ্ , ণ্  ইৎ ,  এয় থাকে ) ।

গঙ্গা  + ষ্ণেয়  = গাঙ্গেয় ।
অতিথি +ষ্ণেয় =আতিথেয়  ।
ভগিনী +ষ্ণেয় = ভাগিনেয় ।
কুন্তী  + ষ্ণেয় = কৌন্তেয় ।
বিমাতা +ষ্ণেয় = বৈমাত্রেয় ।
রাধা + ষ্ণেয় = রাধেয় ।
সরমা + ষ্ণেয় = সারমেয় ।
অগ্নি + ষ্ণেয় = আগ্নেয় ।
পথিন্ + ষ্ণেয় = পাথেয় ।
 
   ষ্ণায়ন - প্রত্যয় : - (ষ্,  ণ্  ই ৎ , আয়ন থাকে  ) ।

দ্বীপ + ষ্ণায়ন = দ্বৈপায়ন ।
বৎস + ষ্ণায়ন =বাৎসায়ন ।
নর  + ষ্ণায়ন =নারায়ণ ।
দক্ষ + ষ্ণায়ন =দাক্ষায়ণ ।



No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.