সংস্কৃত কৃৎ-প্রত্যয় ।। ইষ্ণু,ক্কিপ্,আলু,উক,বর ।। ণক,যক,তৃচ্,তৃণ্ ।।( ৪র্থ /১২তম পর্ব )
কৃৎ-প্রত্যয়
।। ইষ্ণু,ক্কিপ্,আলু,উক,বর ।।
স্বভাব বা ধর্ম অর্থে কর্তৃবাচ্যে এই প্রত্যয়গুলি হয় ।
ক্কিপ্ প্রত্যয়ান্ত শব্দ বিশেষ্য ; বাকিগুলি বিশেষণ ।
ইষ্ণু :
সহ্ + ইষ্ণু= সহিষ্ণু ।
বৃধ্ + ইষ্ণু = বর্ধিষ্ণু ।
চল্ + ইষ্ণু = চলিষ্ণু ।
গ্রহ্ + ইষ্ণু = গ্রহিষ্ণু ।
ক্ষি + ইষ্ণু = ক্ষয়িষ্ণু ।
ক্কিপ্ :( -এর সমস্তটাই ইৎ ;তাই এই প্রত্যয়টিকে
শুন্যপ্রত্যয় বলে ):
পর-ভৃ + ক্কিপ্ = পরভৃৎ ।
সম্-পদ + ক্কিপ্ = সপদ ।
পথি-কৃ + ক্কিপ্ = পথিকৃৎ ।
দিশ্ + ক্কিপ্ = দিক্ ।
সম্ -পদ্ + ক্কিপ্ = সম্পদ্ ।
আলু :
দয়্ + আলু = দয়ালু ।
লুভ্ + আলু = লোভালু ।
নি-দ্রা + আলু = নিদ্রালু ।
তম্-দ্রা + আলু = তন্দ্রালু ।
ঈর্ষ্ + আলু = ঈর্ষালু ।
উক :
ভূ (চিন্তা করা ) + উক = ভাবুক ।
জাগৃ + উক = জাগরুক ।
বর :
স্থা + বর = স্থাবর ।
ঈশ্ + বর = ঈশ্বর ।
ভাস্ + বর = ভাস্বর ।
পৈ + বর = পীবর ।
।। ণক,যক,তৃচ্,তৃণ্ ।।
"যে করে" এই অর্থে কর্তৃবাচ্যে এই প্রত্যয়গুলি হয় । এই
প্রত্যয়নিষ্পন্ন শব্দগুলি বিশেষ্য হয় ।
ণক :
গা + ণক = গায়ক (ণ্ ইৎ ) ।
পঠ্ + ণক = পাঠক ।
নী + ণক = নায়ক ।
পরি-চি + ণক = পরিচায়ক ।
গৈ + ণক = গায়ক ।
দা + ণক = দায়ক ।
বচ্ + ণক = বাচক ।
যজ্ + ণক = যাজক ।
যক : (শিল্পী বুঝাতে নৃৎ , খন্ , ও রন্ জ্ ধাতুর পরে
যক প্রত্যয় হয় ) ।
নৃৎ + যক = নর্তক (য্ ইৎ) ।
খন্ + যক = খনক ।
রন্ জ্ + যক = রজক (কিন্তু রন্ জ্ + ণিচ্ = রঞ্জক )
এই শব্দ দুটি র ব্যুৎপত্তি , বানান ,ও অর্থগত পার্থক্য লক্ষ্যনীয় ।
তৃচ্ : (চ্ ইৎ , তৃ থাকে ) :
মা + তৃচ্ = মাতৃ ।
পা + তৃচ্ = পিতৃ ।
ভ্রাজ্ + তৃচ্ =ভ্রাতৃ ।
তৃণ্ : (ণ্ ইৎ , তৃ থাকে )।
দা + তৃণ্ = দাতৃ ।
বি-ধা + তৃণ্ = বিধাতৃ ।
কৃ + তৃণ্ =কর্তৃ ।
।। ইষ্ণু,ক্কিপ্,আলু,উক,বর ।।
স্বভাব বা ধর্ম অর্থে কর্তৃবাচ্যে এই প্রত্যয়গুলি হয় ।
ক্কিপ্ প্রত্যয়ান্ত শব্দ বিশেষ্য ; বাকিগুলি বিশেষণ ।
ইষ্ণু :
সহ্ + ইষ্ণু= সহিষ্ণু ।
বৃধ্ + ইষ্ণু = বর্ধিষ্ণু ।
চল্ + ইষ্ণু = চলিষ্ণু ।
গ্রহ্ + ইষ্ণু = গ্রহিষ্ণু ।
ক্ষি + ইষ্ণু = ক্ষয়িষ্ণু ।
ক্কিপ্ :( -এর সমস্তটাই ইৎ ;তাই এই প্রত্যয়টিকে
শুন্যপ্রত্যয় বলে ):
পর-ভৃ + ক্কিপ্ = পরভৃৎ ।
সম্-পদ + ক্কিপ্ = সপদ ।
পথি-কৃ + ক্কিপ্ = পথিকৃৎ ।
দিশ্ + ক্কিপ্ = দিক্ ।
সম্ -পদ্ + ক্কিপ্ = সম্পদ্ ।
আলু :
দয়্ + আলু = দয়ালু ।
লুভ্ + আলু = লোভালু ।
নি-দ্রা + আলু = নিদ্রালু ।
তম্-দ্রা + আলু = তন্দ্রালু ।
ঈর্ষ্ + আলু = ঈর্ষালু ।
উক :
ভূ (চিন্তা করা ) + উক = ভাবুক ।
জাগৃ + উক = জাগরুক ।
বর :
স্থা + বর = স্থাবর ।
ঈশ্ + বর = ঈশ্বর ।
ভাস্ + বর = ভাস্বর ।
পৈ + বর = পীবর ।
।। ণক,যক,তৃচ্,তৃণ্ ।।
"যে করে" এই অর্থে কর্তৃবাচ্যে এই প্রত্যয়গুলি হয় । এই
প্রত্যয়নিষ্পন্ন শব্দগুলি বিশেষ্য হয় ।
ণক :
গা + ণক = গায়ক (ণ্ ইৎ ) ।
পঠ্ + ণক = পাঠক ।
নী + ণক = নায়ক ।
পরি-চি + ণক = পরিচায়ক ।
গৈ + ণক = গায়ক ।
দা + ণক = দায়ক ।
বচ্ + ণক = বাচক ।
যজ্ + ণক = যাজক ।
যক : (শিল্পী বুঝাতে নৃৎ , খন্ , ও রন্ জ্ ধাতুর পরে
যক প্রত্যয় হয় ) ।
নৃৎ + যক = নর্তক (য্ ইৎ) ।
খন্ + যক = খনক ।
রন্ জ্ + যক = রজক (কিন্তু রন্ জ্ + ণিচ্ = রঞ্জক )
এই শব্দ দুটি র ব্যুৎপত্তি , বানান ,ও অর্থগত পার্থক্য লক্ষ্যনীয় ।
তৃচ্ : (চ্ ইৎ , তৃ থাকে ) :
মা + তৃচ্ = মাতৃ ।
পা + তৃচ্ = পিতৃ ।
ভ্রাজ্ + তৃচ্ =ভ্রাতৃ ।
তৃণ্ : (ণ্ ইৎ , তৃ থাকে )।
দা + তৃণ্ = দাতৃ ।
বি-ধা + তৃণ্ = বিধাতৃ ।
কৃ + তৃণ্ =কর্তৃ ।
No comments
THANKS.