।। সংস্কৃত তদ্ধিত - প্রত্যয়।। মতুপ্ , ইন্ , বিন্ , শালিন্ , ল , ইল, ময় , চ্বি (৭ম / ১২ তম পর্ব )

                       তদ্ধিত - প্রত্যয়
 
           অপত্য -ভিন্ন অন্য অর্থে  তদ্ধিত -প্রত্যয়   ।

।।মতুপ্ , ইন্  , বিন্  , শালিন্  , ল  , ইল  , ।।

এই প্রত্যয় "আছে"-অর্থে বিশেষ্যপদের উত্তর এই সমস্ত প্রত্যয় হয় ।এই প্রত্যয়নিষ্পন্ন শব্দগুলি বিশেষণ ।

মতুপ : - (উ প্  ইৎ , মৎ থাকে ) ।

শক্তি + মতুপ্  =  শক্তিমৎ । (কর্তৃকারকে একবচনে শক্তিমান ) ।
শ্রী  +  মতুপ্  =  শ্রীমৎ  ।( শ্রীমান্  )  ।
ভক্তি + মতুপ্  = ভক্তিমৎ । ( ভক্তিমান্  ) ।
মতি  +  মতুপ্  = মতিমৎ  । ( মতিমান  ) ।
 বুদ্ধি  + মতুপ্  = বুদ্ধিমৎ  । ( বুদ্ধিমান  ) ।
অংশু + মতুপ্  = অংশুমৎ । (অংশুমান  ) ।
ভগ  + মতুপ্  = ভগবৎ  । ( ভগবান  ) ।

ইন্  : - ( কেবল অ-কারান্ত  ও  আ - কারান্ত  শব্দের উত্তর  )

মান  +  ইন  =মানিন্  ( কর্তৃকারকের এক বচনে  মানী )
অনুরাগ + ইন = অনুরাগিন   ( অনুরাগী  ) ।
যোগ  + ইন  =  যোগিন  ( যোগী ) ।
শিখা +  ইন  = শিখিন  ( শিখী  ) ।
গুণ +  ইন = গুণিণ  ( গুণী ) ।

বিন্ : - 

মেধা + বিন্  = মেধাবিন্  ( কর্তৃকারকে একবচনে  মেধাবী  )  ।
যশঃ + বিন্  =  যশস্বিন্  ( যশস্বী  ) ।
তপঃ + বিন্ =  তপস্বিন্  ( তপস্বী ) ।
তেজঃ + বিন্  = তেজস্বিন্  ( তেজস্বী  ) ।

শালিন্ : -

বল  + শালিন্  = বলশালিন্  ( কর্তৃকারকে একবচনে বলশালী  ) ।
বিত্ত + শালিন্ = বিত্তশালিন্ ( বিত্তশালী  ) ।
চিত্ত + শালিন্ = চিত্তশালিন্ ( চিত্তশালী ) ।
ধন + শালিন্ = ধনশালিন্ ( ধনশালী ) ।

: -

মাংস +  ল = মাংসল ।
শ্যাম + ল  = শ্যামল ।
বৎস + ল = বৎসল ।
মৃদু + ল = মৃদুল ।

ইল : -

ফেন + ইল = ফেনিল ।
পঙ্ক + ইল = পঙ্কিল ।
সর্প + ইল = সর্পিল ।
শঙ্কা  + ইল = শঙ্কিল ।


    ।। ময় ( ময়ট্ ) : - প্রত্যয় ।।( বিকার , ব্যাপ্তি  ও  স্বরূপার্থে এই প্রত্যয় হয় ) ।

মৃৎ + ময়ট্ = মৃন্ময় (মৃত্তিকার দ্বারা নির্মিত ) বিকারার্থে।
স্বর্ণ + ময়ট্  = স্বর্ণময় ।
শিলা + ময়ট্ = শিলাময় ।
পৃথিবী + ময়ট্ = পৃথিবীময় । ( ব্যাপ্তি অর্থে ) ।
মধু + ময়ট্ = মধুময় ।
জল + ময়ট্ = জলময় ।
ঘৃত + ময়ট্ = ঘৃতময় ।

 ।।চ্বি : - প্রত্যয় ।। 
(কোনো বস্তু  যে রূপে ছিল না তাকে সেই রূপে পরিনত করতে এই ' চ্বি ' -প্রত্যয় হয়   ) ।

চ্বি - প্রত্যয়ের সঙ্গে কৃ বা ভূ ধাতু বসে ।একাধিক প্রত্যয় যোগ হয়ে নূতন শব্দ গঠন করে । - যেমন : -

ভস্ম + চ্বি  = ভস্মী + ভূ + ক্ত = ভস্মীভূত ।
শিলা + চ্বি  = শিলী + ভূ + ক্ত = শিলীভূত ।
রাশি + চ্বি  = রাশী +কৃ + ক্ত = রাশীকৃত ।
দ্রব + চ্বি  = দ্রবী +ভূ  + ক্ত = দ্রবীভূত
দ্রব + চ্বি  = দ্রবী + ভূ + অনট্ =দ্রবীভবন ।
লঘু  + চ্বি = লঘূ + কৃ + অনট্  = লঘূকরণ ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.