বাংলা কৃৎ-প্রত্যয়ের নিয়মাবলী (৮ ম/১২ তম পর্ব )

             ।। বাংলা  কৃৎ - প্রত্যয় ।।

বাংলা ভাষার নিজস্ব ধাতুরপরে বাংলা কৃৎ - প্রত্যয়যোগে অসংখ্য খাঁটি বাংলা শব্দের
সৃষ্টি হচ্ছে , ও হয়ে চলেছে ।
এখন অতিপরিচিত কয়েকটি বাংলা কৃৎ-প্রত্যয়ের 
আলোচনা করা হচ্ছে ।

অ  ; আ  ;বাংলা কৃৎ - প্রত্যয় :-

 প্রত্যয়:- এই প্রত্যয়টির যোগে  ক্রিয়াবাচক শব্দ সৃষ্টি হয় ।এই অ- কারের উচ্চারণ লোপ পেয়েছে - যেমন :- চল্ + অ = চল ।
ঝুল্ + অ = ঝুল ।
দুল্ + অ = দুল বা দোল ।
বাড়্ + অ = বাড় ।

 প্রত্যয় :-
(এই  প্রত্যয়নিষ্পন্ন শব্দ বিশেষ্য - বিশেষণ  দুই হয় )।
যথা-  চল্ + আ = চলা ।
তুল্ + আ = তোলা ।
বুন্ + আ = বোনা ।
জান্ + আ = জানা ।
ছাড়্ + আ = ছাড়া ।

আই , আও, ই - ক্রিয়ার ভাব বোঝাতে এইসকল  
প্রত্যয় হয় , এই প্রত্যয়নিষ্পন্ন শব্দ বিশেষ্য হয় ।

বাছ্ + আই = বাছাই ।
বাঁধ্ + আই = বাঁধাই ।
লড়্ + আই = লড়াই ।
মাড়্ + আই = মাড়াই ।
পিট্ + আও = পেটাও ।
ফল্ + আও = ফলাও ।
ঘির্ + আও = ঘেরাও ।
বাঁচ্ + আও = বাঁচাও ।
হাস্ +  ই = হাসি ।
হাঁচ্ + ই = হাঁচি ।
ফির্ + ই = ফিরি ।
কাশ্ + ই = কাশি ।

ইয়ে ; এন ; আরী (উরী ); -এই প্রত্যয়গুলি  দক্ষ অর্থে ব্যবহার করা হয় ।

নাচ্ + ইয়ে = নাচিয়ে ।
বাজা + ইয়ে = বাজিয়ে ।
গা + ইয়ে = গাইয়ে ।
লিখ্ + ইয়ে = লিখিয়ে ।
গায়্ + এন =  গায়েন ।
বায়্ + এন = বায়েন ।
ডুব্ + আরী = ডুবারী ।
       বা
ডুব্ + উরী = ডুবুরী ।
ধুন্ + উরী = ধুনুরী ।
       বা
ধুন্ + আরী = ধুনারী ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.