বাংলা কৃৎ - প্রত্যয় নিয়মাবলী (ইয়া, অন ,অন্ত ,না ,আনি , আন ,তা ,উয়া , উক)( ৯ম /১২তম পর্ব )

              ।।   বাংলা কৃৎ - প্রত্যয় ।। 

ইয়া প্রত্যয় :- ক্রিয়াবাচক বিশেষ্য অর্থে প্রত্যয়টির প্রয়োগ হয় ।

খেল্ +  ইয়া = খেলিয়া ।
বল্ + ইয়া = বলিয়া ।
দেখ্ + ইয়া = দেখিয়া ।
খা  + ইয়া =  খাইয়া ।
যা  + ইয়া = যাইয়া ।

অন প্রত্যয় :- ভাব ও করণবাচ্যে এই প্রত্যয় যুক্ত করতে হয় ।

বাঁচ্ + অন = বাঁচন ।
মর্ + অন = মরণ ।
গড় + অন = গড়ন ।
বাঁধ্ + অন = বাঁধন ।
নাচ্ + অন = নাচন ।

অন্ত প্রতায় : - সংস্কৃতের শতৃ - শানচের অর্থে  বর্তমান কালে 'অন্ত' প্রত্যয়ের প্রয়োগ হয় ।

চল্ + অন্ত = চলন্ত ।
পড়্ + অন্ত = পড়ন্ত ।
জীব + অন্ত  = জীবন্ত ।
ফল্ + অন্ত = ফলন্ত ।

না প্রত্যয় :-  ভাব এবং কর্তৃ , কর্ম প্রভৃতি কারকবাচ্যে এই প্রত্যয় যুক্ত করতে হয় ।

রাঁধ্ + না = রান্না ।
বাড়্ + না = বাড়না (বান্না ) ।
কাঁদ্ + না = কাঁদনা ( কান্না )।
ফেল্ + না = ফেলনা ।
দোল্ + না = দোলনা ।

আনি , আন ( আনো ) প্রত্যয় : - আ -কারন্ত ধাতু , নামধাতু ও প্রযোজক ধাতুর পরে ক্রিয়ার ভাব বোঝাতে  বিভিন্ন বাচ্যে এই সকল প্রত্যয় হয় । 

ধমকা + আনি = ধমকানি ।
পারা + আনি  = পারানি ।
শুনা + আনি = শুনানি ।
চালা + আনি = চালানি ।
জুতা + আন = জুতান ।
        বা
জুতা + আনো = জুতানো ।
হাতা + আন = হাতান ।
       বা
হাতা + আনো = হাতানো ।
পাকা + আন = পাকান ।
         বা
পাকা + আনো = পাকানো ।

তা প্রত্যৎ :-  ভাব , কর্তৃ  ও  কর্মবাচ্যে 'তা' প্রত্যয় হয় ।

ফির্ + তা = ফেরতা ।
বহ্ + তা = বহতা ।
পড়্ + তা = পড়তা ।
দেখ্ + তা = দেখতা ।

তি প্রত্যয় :- এই প্রত্যয়ান্ত পদ গুলি  বিশেষ্য ও বিশেষণ দুই-ই
হয় ।

বাড়্ + তি = বাড়তি ।
বস্ + তি = বসতি ।
কাট্ + তি = কাটতি ।
চল্ + তি = চলতি ।

উয়া , উক প্রত্যয় :-   স্বভাব  অর্থে এই প্রত্যয় হয় ।

পড়্ + উয়া = পড়ুয়া ।
উড়্ + উয়া = উড়ুয়া ।
নিন্দ্ + উক = নিন্দুক ।
মিশ্ + উক = মিশুক ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.