কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

                        কমলাকান্তের দপ্তর   
                      বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
 
এক :-   কেহ একা থাকিও না । যদি অন্য কেহ তোমার প্রণয়ভাগী না হইল, তবে তোমার মনুষ্যজন্ম বৃথা  ।       (-'একা'   প্রবন্ধ)

দুই : -  পুষ্প আপনার জন্য ফুটে না  । পরের জন্য তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও । (-'একা'   প্রবন্ধ)

তিন : -  যৌবনে অর্জ্জিত সুখ অল্প , কিন্তু সুখের আশা অপরিমিত । (-'একা'   প্রবন্ধ)

চার : -  প্রীতি  সংসারে সর্ব্বব্যাপিনী - ঈশ্বরই প্রীতি  ।  (-'একা'   প্রবন্ধ)

পাঁচ : -  মনুষ্যসকল ফলবিশেষ -  মায়াবৃন্তে সংসার বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে পাকিলেই পড়িয়া যাইবে ।        (-'মনুষ্যফল ' প্রবন্ধ )

ছয় : -   আমাদের দেশের এক্ষণকার বড়মানুষদিগকে মনুষ্যজাতিমধ্যে  কাঁটাল বলিয়া বোধ হয় । কতকগুলি
খাসা খাজা কাঁটাল , কতকগুলি বড় আটা , কতকগুলি কেবল ভুতুড়িসার গরুর খাদ্য । কতকগুলি ইঁচোড়ে পাকে , কতকগুলি  ইঁচোড়েই থাকে , কখনও পাকে না ।
(-'মনুষ্যফল ' প্রবন্ধ )

সাত : -  এদেশের সিবিল সার্ব্বিসের সাহেবদিগকে আমি মনুষ্যজাতিমধ্যে আম্রফল মনে করি  ।(-'মনুষ্যফল' প্রবন্ধ )

আট : -     স্ত্রীলোকদিগকে লৌকিক  কথায় কলাগাছের সহিত তুলনা করিয়া থাকে  ।(-'মনুষ্যফল' প্রবন্ধ )

নয় : -   আমি বলি রমণীমন্ডলী  এ  সংসারের নারিকেল ।নরিকেলও কাঁদি কাঁদি ফলে বটে  , কিন্তু  (ব্যবসায়ী  নহিলে ) কেহ কখনও কাঁদি কাঁদি  পাড়ে না । (-'মনুষ্যফল ' প্রবন্ধ )

দশ : -   নারিকেলের চারটি সামগ্রী  -  জল , শষ্য , মালা ,আর ছোব্ ড়া ।নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের আমি সাদৃশ্য দেখি ।উভয়ই বড় স্নিগ্ধকর ; যখন তুমি সংসারের রৌদ্রে দগ্ধ হইয়া হাঁপাইতে  হাঁপাইতে , গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম  কামনা কর , তখন এই শীতল জল পান করিও  - সকল যন্ত্রণা ভুলিবে ।
(-'মনুষ্যফল ' প্রবন্ধ )

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.