বাংলা তদ্ধিত - প্রত্যয়ের নিয়মাবলী (১০ ম/ ১২ তম পর্ব )

                         ।।  বাংলা  তদ্ধিত - প্রত্যয় ।।

আ - প্রত্যয় : - অস্তি , স্বার্থ , অনাদর , সাদৃশ্য , উৎপন্ন
প্রভৃতি অর্থে এই প্রত্যয় হয় ।

( ক )  আছে অর্থে  -

তেল + আ = তেলা  ।
চাল + আ = চালা ।
রোগ + আ = রোগা ।
জল + আ = জলা  ।

( খ )  স্বার্থ  অর্থে -

গোয়াল + আ = গোয়ালা ।
চাঁদ + আ = চাঁদা ।
চোর + আ = চোরা ।
জন + আ = জনা ।

 (গ )  অনাদর অর্থে -

কেষ্ট  + আ = কেষ্টা ।
গোপাল  + আ = গোপলা ।
নেপাল + আ = নেপলা  ।
মাখন + আ = মাখনা ।

( ঘ ) সাদৃশ্য অর্থে -

হাত + আ = হাতা ।
কদম + আ = কদমা ।

( ঙ ) উৎপন্ন বা আগত অর্থে -

দখিন + আ = দখিনা ।
পশ্চিম  + আ = পশ্চিমা

আই - প্রত্যয়  :- ভাব , আদর ,ও সম্বন্ধ বোঝাতে  এই প্রত্যয়  হয় ।

বড় + আই =  বড়াই ।
চিকন + আই = চিকনাই  ।
পুষ্টি + আই = পোষ্টাই ।
সাফ + আই = সাফাই ।
কান + আই = কানাই ।
বল + আই = বলাই ।
ভোর + আই = ভোরাই ।

আল , আলো , আলি , আলী - প্রত্যয় :-
আছে অর্থে বা দেশ , পেশা , ব্যবসায় ,ভাব ইত্যাদি বোঝাতে এই প্রত্যয় হয় ।

পাঁক + আল = পাঁকাল ।
মাথা + আল = মাথাল ।
দাঁত + আল = দাঁতাল ।
রস + আল = রসাল ।
রস + আলো = রসালো ।
আঠা + আলো = আঠালো ।
জমক + আলো = জমকালো ।
তেজ + আলো = তেজালো ।
ঘটক + আলি = ঘটকালি ।
মিতা + আলি = মিতালি  ।
চতুর + আলি = চতুরালি ।
 ঠাকুর  + আলি = ঠাকুরালি ।
সোনা + আলী = সোনালী । - ( আলী- প্রত্যয়যুক্ত শব্দ বিশেষণ হয় ) ।
রুপা + আলী = রুপালী  ।

আরী -প্রত্যয় :- বৃত্তি বোঝাতে  এই প্রত্যয় হয় ।

পূজা  + আরী = পূজারী ।
ভিখ + আরী = ভিখারী  ।
শাঁখা  + আরী  = শাঁখারী ।
কাঁসা + আরী = কাঁসারী ।

ই- প্রত্যয় : - বিভিন্ন অর্থে  ই  - প্রত্যয় হয় ।

মাস্টার + ই =মাস্টারি ।
ডাক্তার + ই =  ডাক্তারি ।
জমিদার  + = জমিদারি  ।

ঈ - প্রত্যয় : -  বিবিধ অর্থে প্রত্যয়টির প্রয়োগ হয় ।

অস্ত্যর্থে :-

ভার + ঈ = ভারী  ।
দাম + ঈ = দামী ।
দাগ + ঈ = দাগী ।

পেশা অর্থে :-

তেল + ঈ = তেলী ।
ঢাক + ঈ = ঢাকী । 
ঢোল + ঈ = ঢুলী ।

দক্ষ অর্থে : -

সেতার + ঈ = সেতারী ।
ধ্রুপদ + ঈ = ধ্রুপদী  ।
হিসিব + ঈ = হিসাবী ।

সংজ্ঞাবাচক বিশেষণ অর্থে  :-

বিলাত + ঈ = বিলাতী ।
জাপান + ঈ = জাপানী  ।
শান্তিপুর + ঈ = শান্তিপুরী ।

ইয়া - প্রত্যয় : -  বিবিধ অর্থে এই প্রত্যয় হয় ।(চলিতে  এ  ) প্রত্যয় হয়  ।

কাঁকর + ইয়া = কাঁকরিয়া/ কাঁকুরে ।
পাথর + ইয়া = পাথরিয়া / পাথুরে ।
দাপট + ইয়া = দাপটিয়া / দাপুটে ।





No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.