কমলাকান্তের দপ্তর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

                          কমলাকান্তের দপ্তর
                         বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

এক  : -  "আমরা  পতঙ্গজাতি ,  পূর্ব্বাপর আলোতে পুড়িয়া মরিয়া আসিতেছি --- কখন কোন আলো আমাদের বারণ করে না ই ।"  (-'পতঙ্গ ' - প্রবন্ধ )

দুই  : - " মনুষ্য মাত্রেই পতঙ্গ  । সকলেরই এক একটি  বহ্নি আছে -  সকলেই সেই বহ্নিতে পুড়িয়া মরিতে চাহে,
সকলেই মনে করে, সেই  বহ্নিতে পুড়িয়া মরিতে তাহার
অধিকার  আছে  - কেহ মরে , কেহ কাচে বাধিয়া ফিরিয়া আসে । জ্ঞান -বহ্নি,  ধন-বহ্নি , মান - বহ্নি, রূপ - বহ্নি  , ধর্ম্ম - বহ্নি  ,ইন্দ্রিয় -বহ্নি,  সংসার  - বহ্নিময় ।"
 (-'পতঙ্গ ' - প্রবন্ধ )

তিন  : -  "তুমি বসন্তের কোকিল,শীত বর্ষার কেহ নও "।

রাগ করিও না  - তোমার মত আমাদের মাঝখানে  অনেকে আছেন । যখন নসীবাবুর তালুকের খাজনা  আসে , তখন মানুষ- কোকিলে তাঁহার গৃহকুঞ্জ পুরিয়া 
যায় - কত টিকি, ফোঁটা তেড়ি চসমার হাট লাগিয়া যায়,
কত কবিতা,  শ্লোক, গীত , হেটো ইংরেজি  , মেটো ইংরেজি  ,চোরা ইংরেজি, ছেঁড়া  ইংরেজিতে নসীবাবুর 
বৈঠকখানা পারাবত-কাকলি- সঙ্কুল  গৃহসৌধবৎ বিকৃত
হইয়া উঠে ।  যখন তাঁহার বাড়ীতে নাচ , গান , যাত্রা, পর্ব্ব উপস্থিত হয়,তখন দলে দলে মানুষ- কোকিল আসিয়া  তাঁহার  ঘর-বাড়ি আঁধার করিয়া তুলে - কেহ খায়, কেহ গায় , কেহ হাসে , কেহ কাশে, কেহ তামাক পোড়ায় ,কেহ  হাসিয়া বেড়ায় , কেহ  মাত্রা চড়ায়, কেহ
টেবিলের নীচে গড়ায় । যখন নসীবাবু বাগানে যান , তখন মানুষ - কোকিল , তাঁহার সঙ্গে পিপীড়ার সারি দেয় । আর যে রাত্রে অবিশ্রান্ত  বৃষ্টি  হইতেছিল , আর
নসীবাবুর পুত্রটির অকালে মৃত্যু হইল তখন তিনি  একটি  লোক পাইলেন  না । (- 'কোকিল ' - প্রবন্ধ )






No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.