সমাসের শ্রেণীবিভাগ ----কর্মধারয় সমাস ---উপপর্ব ( ক )
সমাসের শ্রেণীবিভাগ -----কর্মধারয় সমাস
কর্মধারয় সমাস কাকে বলে? ----যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ-রূপে অবস্থান করে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় , তাকে কর্মধারয় সমাস বলে ।
কর্মধারয় সমাস সাধারণত বিশেষ্যপদ ও বিশেষ্যপদে,
বিশেষণপদ ও বিশেষণপদে এবং বিশেষ্যপদ ও
বিশেষণপদে সমাস হয় ।
যথা:- যিনি দেব তিনি ঋষি = দেবর্ষি; কাঁচা অথচ মিঠে = কাঁচামিঠে; কাঁচা যে কলা = কাঁচকলা ।
কর্মধারয় সমাস পাঁচ প্রকার : ( ১ ) সাধারণ,
( ২ ) মধ্যপদলোপী, ( ৩) উপমান , (৪)উপমিত , (৫ ) রূপক ।
(১) সাধারণ কর্মধারয় সমাস :- বিশেষ্য + বিশেষ্য
যেমন :- যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি ;
যিনি রাম তিনিই কৃষ্ণ = রামকৃষ্ণ ;
যিনি শশী তিনিই বাবু = শশীবাবু ;
যিনি পিতা তিনিই দেব = পিতৃদেব ;
যিনি কথক তিনিই ঠাকুর = কথকঠাকুর ।
বিশেষণ + বিশেষণ :-যে হৃষ্ট সেই পুষ্ট = হৃষ্টপুষ্ট ;
যিনি গণ্য তিনিই মান্য = গণ্যমান্য ;
যাহা অম্ল তাহা মধুর = অম্লমধুর ;
যে চালাক সেই চতুর = চালাক-চতুর;
যাহা কাঁচা তাহাই পাকা = কাঁচাপাকা ;
যাহা কচি তাহাই কাঁচা = কচিকাঁচা; ।
বিশেষণ + বিশেষ্য :- রুদ্র যে বীণা = রূদ্রবীণা ;
নব যে যৌবন = নবযৌবন ;
মিষ্ট যে অন্ন = মিষ্টান্ন ;
শুচি যে বস্ত্র = শুচিবস্ত্র ;
রাম যে ছাগল = রামছাগল ;
উড়ো যে জাহাজ = উড়োজাহাজ ;
খাস যে মহল = খাসমহল ;
হেড যে মাস্টার = হেডমাস্টার ।
মনে রাখা প্রয়োজন দুইটি বিশেষণপদ বা বিশেষ্যপদ বিভিন্ন বস্তু বা ব্যক্তি কে বুঝালে "দ্বন্দ্ব "
সমাস হয় ।সেখানে উভয়পদের অর্থ প্রাধান্য থাকে ।
যেমন :-যিনি রাম তিনিই কৃষ্ণ = রামকৃষ্ণ (একই ব্যক্তি)
কর্মধারয় সমাস ।
কিন্তু- রাম ও কৃষ্ণ = রামকৃষ্ণ (ভিন্ন ব্যক্তি )
দ্বন্দ্ব সমাস ।
যিনি পন্ডিত তিনিই মূর্খ = পন্ডিতমূর্খ (একই ব্যক্তি )
কর্মধারয় সমাস ।
কিন্তু -- পন্ডিত ও মূর্খ = পন্ডিতমূর্খ (ভিন্ন ব্যক্তি )
দ্বন্দ্ব সমাস ।
No comments
THANKS.