বিবিধ প্রবন্ধ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

   বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন  (পর্ব - ১)
                 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

এক  : -  যশের জন্য লিখিবেন না । তাহা হইলে যশও হইবে না , লেখাও ভাল হইবে না  ।লেখা ভাল হইলে যশ আপনি আসিবে  ।

দুই  : - টাকার জন্য লিখিবেন না  । ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে , এবং টাকাও পায় ; লেখাও ভাল হয় । কিন্তু আমাদের এখনও সে দিন হয় নাই  । এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে, লোক- রঞ্জন - প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে  ।এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোক - রঞ্জন  করিতে গেলে রচনা বিকৃত  ও অনিষ্টকর হইয়া উঠে  ।

তিন : -  যদি মনে এমন বুঝিতে পারেন যে, লিখিয়া দেশের বা মনুষ্যজাতির কিছু মঙ্গলসাধন করিতে পারেন, অথবা সৌন্দর্য্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন  ।যাঁহারা অন্য উদ্দেশ্যে লেখেন, তাঁহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে  ।

চার : -  যাহা অসত্য, ধর্ম্মবিরুদ্ধ ; পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থসাধন যাহার উদ্দেশ্য, সে সকল  প্রবন্ধ কখনও হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য্য  । সত্য  ও ধর্ম্মই সাহিত্যের উদ্দেশ্য।
অন্য উদ্দেশ্যে লেখনীধারণ মহাপাপ  ।

পাঁচ : -  যাহা লিখিবেন, তাহা হঠাৎ ছাপাইবেন না  । কিছু  কাল ফেলিয়া রাখিবেন । কিছু কাল পরে উহা সংশোধন করিবেন  । তাহা হইলে দেখিবেন, প্রবন্ধে অনেক দোষ আছে  । কাব্য নাটক  উপন্যাস দুই এক বৎসর ফেলিয়া রাখিয়া, তার পর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে  । যাঁহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাঁহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না  । এ জন্য সাময়িক সাহিত্য, লেখকের পক্ষে অবনতিকর ।

ছয়  : -  যে বিষয়ে যাহার অধিকার নাই,  সে বিষয়ে তাহার হস্তক্ষেপণ অকর্ত্তব্য । এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এ নিয়মটি রক্ষিত হয় না  ।


No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.