বাংলা তদ্ধিত - প্রত্যয়ের নিয়মাবলী (১১তম পর্ব / ১২ তম পর্ব )
বাংলা তদ্ধিত -প্রত্যয়
উয়া-প্রত্যয়: - (চলিতে ও) বিবিধ অর্থে এই প্রত্যয় হয় ।
জীবিকা অর্থে:-
মাছ + উয়া = মাছুয়া ( মেছো ) ।
অবজ্ঞা অর্থে :-
যদু + উয়া = যদুয়া ( যেদো ) ।
হারু + উয়া = হরুয়া ( হেরো ) ।
আছে অর্থে : -
টাক + উয়া = টেকো ।
কুঁজ + উয়া = কুঁজো ।
বাত + উয়া = বেতো ।
উৎপন্ন , সংশ্লিষ্ট, আসক্ত, সম্বন্ধীয় অর্থে : -
ভাত + উয়া = ভেতো ।
গাছ + উয়া = গেছো ।
মাঠ + উয়া = মেঠো ।
ধান + উয়া = ধেনো ।
আমি , আম ( আমো ): -
ভাব বা অনুকরণ অর্থে :-
ছেলে + আমি = ছেলেমি ।
পাগল + আমি = পাগলামি ।
বাঁদর + আমি = বাঁদরামি ।
জ্যাঠা + আমো = জ্যাঠামো ।
পাকা + আমো = পাকামো ।
ওয়ান , ওয়াল , ওয়ালা - অর্থে : -
গাড়ি + ওয়ান = গাড়োয়ান ।
দার + ওয়ান = দারোয়ান ।
বাড়ি + ওয়ালা = বাড়িওয়ালা ।
রিক্সা + ওয়ালা = রিক্সা ওয়ালা ।
দাড়ি + ওয়ালা = দাড়িওয়ালা ।
উ -- স্বার্থে ও আদরে : -
দাদা + উ = দাদু ।
খুকি + উ = খুকু ।
চাঁদ + উ = চাঁদু ।
উক : - স্বভাব অর্থে:-
নিন্দা + উক = নিন্দুক ।
লাজ + উক = লাজুক ।
হিংসা + উক = হিংসুক ।
লা- সাদৃশ্য অর্থে: -
মেঘ + লা = মেঘলা ।
এক + লা = একলা ।
পাত + লা = পাতলা ।
আইত - সেবা করে যে এই অর্থে : -
সেবা + আইত = সেবাইত ।
টিয়া -(চলিতে টে ) স্বভাব বা আছে অর্থে : -
ঝগড়া + টিয়া = ঝগড়া টিয়া (ঝগড়াটে )
পাগলা + টিয়া = পাগলাটিয়া ( পাগলাটে ) ।
উয়া-প্রত্যয়: - (চলিতে ও) বিবিধ অর্থে এই প্রত্যয় হয় ।
জীবিকা অর্থে:-
মাছ + উয়া = মাছুয়া ( মেছো ) ।
অবজ্ঞা অর্থে :-
যদু + উয়া = যদুয়া ( যেদো ) ।
হারু + উয়া = হরুয়া ( হেরো ) ।
আছে অর্থে : -
টাক + উয়া = টেকো ।
কুঁজ + উয়া = কুঁজো ।
বাত + উয়া = বেতো ।
উৎপন্ন , সংশ্লিষ্ট, আসক্ত, সম্বন্ধীয় অর্থে : -
ভাত + উয়া = ভেতো ।
গাছ + উয়া = গেছো ।
মাঠ + উয়া = মেঠো ।
ধান + উয়া = ধেনো ।
আমি , আম ( আমো ): -
ভাব বা অনুকরণ অর্থে :-
ছেলে + আমি = ছেলেমি ।
পাগল + আমি = পাগলামি ।
বাঁদর + আমি = বাঁদরামি ।
জ্যাঠা + আমো = জ্যাঠামো ।
পাকা + আমো = পাকামো ।
ওয়ান , ওয়াল , ওয়ালা - অর্থে : -
গাড়ি + ওয়ান = গাড়োয়ান ।
দার + ওয়ান = দারোয়ান ।
বাড়ি + ওয়ালা = বাড়িওয়ালা ।
রিক্সা + ওয়ালা = রিক্সা ওয়ালা ।
দাড়ি + ওয়ালা = দাড়িওয়ালা ।
উ -- স্বার্থে ও আদরে : -
দাদা + উ = দাদু ।
খুকি + উ = খুকু ।
চাঁদ + উ = চাঁদু ।
উক : - স্বভাব অর্থে:-
নিন্দা + উক = নিন্দুক ।
লাজ + উক = লাজুক ।
হিংসা + উক = হিংসুক ।
লা- সাদৃশ্য অর্থে: -
মেঘ + লা = মেঘলা ।
এক + লা = একলা ।
পাত + লা = পাতলা ।
আইত - সেবা করে যে এই অর্থে : -
সেবা + আইত = সেবাইত ।
টিয়া -(চলিতে টে ) স্বভাব বা আছে অর্থে : -
ঝগড়া + টিয়া = ঝগড়া টিয়া (ঝগড়াটে )
পাগলা + টিয়া = পাগলাটিয়া ( পাগলাটে ) ।
No comments
THANKS.