বঙ্গভাষা --------অতুল প্রসাদ সেন

                                   বঙ্গভাষা

                             অতুল প্রসাদ সেন


মোদের গরব , মোদের আশা ---আ-মরি বাঙলা ভাষা !
তোমারকোলে তোমারবোলে কতই শান্তি ভালোবাসা ।।
কী জাদু বাঙলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে,
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ।।
ওই ভাষাতেই নিতাই গোরা আনলে দেশে ভক্তিধারা;
আছে কই এমন ভাষা, এমন দুঃখ-ক্লান্তি-নাশা ।।
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন,হেম,মধু, বঙ্কিম ,নবীন
ঐ ভাষারই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা ।।
বাজিয়ে রবি তোমার বীণে , আনলে মালা জগৎ জিনে;
তোমার চরণ-তীর্থে মাগো জগৎ করে যাওয়া-আসা ।।
ঐভাষাতেই প্রথম বোলে, ডাকলাম মায়ে 'মা  মা'  বলে;
ঐ ভাষাতেই বলব হরি সাঙ্গ হলে কাঁদা-হাসা ।।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.