অমৃত কথা ---------------------------- রজনীকান্ত সেন
অমৃত কথা
রজনীকান্ত সেন
হিংসার ফল
পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়
পিপীলিকা বিধাতার কাছে পাখা চায় ;
বিধাতা দিলেন পাখা , দেখো তার ফল ,--
আগুনে পুড়িয়া মরে পিপীলিকা-দল ।
মানবের গীত শুনি ' হিংসা উপজিল ,
মশক, বিধির কাছে সুকণ্ঠ মাগিল ;
গীত-শক্তি দিল বিধি ; দেখো তার ফল, --
নর-করাঘাতে মরে মশক সকল ।
রজনীকান্ত সেন
হিংসার ফল
পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়
পিপীলিকা বিধাতার কাছে পাখা চায় ;
বিধাতা দিলেন পাখা , দেখো তার ফল ,--
আগুনে পুড়িয়া মরে পিপীলিকা-দল ।
মানবের গীত শুনি ' হিংসা উপজিল ,
মশক, বিধির কাছে সুকণ্ঠ মাগিল ;
গীত-শক্তি দিল বিধি ; দেখো তার ফল, --
নর-করাঘাতে মরে মশক সকল ।
No comments
THANKS.