সন্ধির শ্রেণীবিভাগ -----ব্যঞ্জন সন্ধি ----উপপর্ব (৪)

সন্ধির  শ্রেণীবিভাগ  ----ব্যঞ্জন সন্ধি ---উপপর্ব  (৪)

ব্যঞ্জন সন্ধির সূত্র সমূহ :-

সুত্র নং ( ৯ ) : - পরপদের প্রথম বর্ণ যদি  শ্   হয় এবং 
পূর্বপদের শেষ বর্ণ যদি ত্ বা দ্ থাকে তাহলে ঐ ত্ বা দ্ স্থানে  চ্  হবে  এবং পরপদের  ' শ্ '  ছ্-হয়ে যাবে ।

যেমন :-  উদ্  + শ্বাস = উচ্ছাস ; ( দ্-স্থানে চ্  হয়েছে)                                                                              
উদ্   +  শ্বসিয়া   =  উচ্ছ্বসিয়া  ; ( শ্-স্থানে  ছ্  হয়েছে )

উদ্   +   শৃঙ্খল   =   উচ্ছৃঙ্খল  ;

চলৎ    +   শক্তি   =  চলচ্ছক্তি  ----ইত্যাদি ।


    
সূত্র নং  ( ১০ )  :-পরপদের প্রথম বর্ণ যদি হ্  হয় এবং 
পূর্বপদের শেষ বর্ণ যদি ত্ অথবা দ্ থাকে তাহলে ঐ ত্ বা দ্ স্থানে দ্ হবে এবং পরপদের হ্  বর্ণ ' ধ্ ',বর্ণ হবে ।
যেমন  :- উদ্ + হৃত  = উদ্ধৃত ; ( হ্ - স্থানে ধ্ -হয়েছে )      উদ্   +  হার   =    উদ্ধার  ;
              উদ্   +   হৃতি   =   উদ্ধৃতি   ;
তদ্   +  হিত   =     তদ্ধিত  ;
পদ্   +  হতি   = পদ্ধতি ;
জগৎ  +  হিত  =  জগদ্ধিত ------ ইত্যাদি ।



সূত্র নং ( ১১) :- পূর্বপদের শেষ বর্ণে যদি হ্, ধ্  এবং ভ্
থাকে  =এবং পরপদের প্রথম বর্ণে ' ত ' থাকলে উভয়ে মিলে 'হ্ত' হবে 'গ্ধ ','ধ্ ত ' হবে 'দ্ধ', 'ভ্ত' হবে ' ব্ধ '।

যেমন  :-বিমুহ্  +  ত  = বিমুগ্ধ; (হ্ +ত = হ্ত)=গ্ধ , 
 বুধ্ + ত  = বুদ্ধ;  ( ধ্ + ত =ধ্ত ) =দ্ধ , 
দুহ্  + ত  = দুগ্দ্ধ  (হ্ +ত=হ্ত)=গ্ধ  ,
লভ্  + ত =লব্ধ  ( ভ্ + ত  =ভ্ত )=ব্ধ ,
রুধ্  + ত  =রুদ্ধ  ( ধ্ + ত = ধ্ত ) =দ্ধ  ,--ইত্যাদি ।

সূত্র নং (১২) :-

পূর্বপদের শেষ বর্ণ যদি স্বরবর্ণ থাকে এবং পরপদেরপ্রথম বর্ণ যদি ছ্ থাকে তাহলে ঐ 'ছ্' স্থানে 
' চ্ছ '  হবে।                                               

যেমন  :- স্ব + ছন্দ =স্বচ্ছন্দ ;('স্ব'--অ-স্বরবর্ণ + ছ= চ্ছ )
স  + ছিদ্র = সচ্ছিদ্র ;('স'-অ+ছ=চ্ছ)
পরি+ছন্ন= পরিচ্ছন্ন ;(ই + ছ =চ্ছ  )
বৃক্ষ   +  ছায়া  =বৃক্ষছায়া; ('ক্ষ'-অ+ছ =চ্ছ )
আ + ছন্ন  = আচ্ছন্ন ----ইত্যাদি ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.