সন্ধির শ্রেণীবিভাগ ---স্বরসন্ধি ---উপপর্ব (২ )

সন্ধির শ্রেণীবিভাগ -----স্বরসন্ধি ---উপপর্ব  ---(২)


স্বরসন্ধির    " ঈ"-কারন্ত  সূত্র  :-  

পূর্বপদের  শেষ বর্ণের  "ই-কার" বা " ঈ-কার"  সাথে পরপদের প্রথম বর্ণের   " ই-কার "  বা  " ঈ-কার" 
   উভয়ের  মিলন  হয়ে  "ঈ-কারান্ত "সন্ধি  হয়  । তাহা  
পূর্বপদের  শেষ  বর্ণের সাথে যুক্ত হয় ।             


 ( ই + ই  )  =ঈ -কার   সূত্র :-  

রবি(ই)  + (ই )ন্দ্র  =  রবীন্দ্র ;
কবি  (ই )  + (ই)ন্দ্র   =  কবীন্দ্র  ;
মণি (ই)  + (ই )ন্দ্র   =  মণীন্দ্র  ;
মুণি(ই)  + (ই )ন্দ্র   =  মুণীন্দ্র ;
অনুরূপ ভাবে ---- অতি   +  ইব  =অতীব  ;
অতি   +  ইত   =  অতীত  ;
রবি   +  ইন্দু   =  রবীন্দু  ;
অতি    +   ইন্দ্রিয়   =  অতীন্দ্রিয় ;
প্রতি   +  ইতি    =   প্রতীতি -----ইত্যাদি ।


( ই   +  ঈ  )  =   ঈ-কার   সূত্র  :-  

গিরি  (ই )  + (ঈ)শ   =  গিরীশ  ;
প্রতি(ই)  +  ( ঈ ) ক্ষা  =  প্রতীক্ষা  ; 
অভি( ই )  +  ( ঈ )প্সা   =  অভীপ্সা ;
কবি( ই )   + ( ঈ )শ    =  কবীশ ;
অধি( ই )  + ( ঈ )শ্বর    =  অধীশ্বর  ;
অগ্নি( ই )   + ( ঈ )শ্বর    =  অগ্নীশ্বর  ;
অনুরূপ ভাবে ----  পরি   + ঈক্ষা  =  পরীক্ষা  ; 
রতি   +  ঈশ    =  রতীশ ;
পৃথ্বি   + ঈশ    =  পৃথ্বীশ   ;
ক্ষিতি     + ঈশ     =  ক্ষিতীশ ;
পরি   +  ঈক্ষক    =   পরীক্ষক  ;
পরি   +  ঈক্ষিত     =  পরীক্ষিত --------ইত্যাদি  ।



( ঈ   +  ই )  =   ঈ-কার  সূত্র   :-  


সুধী ( ঈ )  + ( ই )ন্দ্র   = সুধীন্দ্র ;
রথী  ( ঈ )   + ( ই )ন্দ্র   =  রথীন্দ্র ; 
শচী ( ঈ )   + ( ই )ন্দ্র    =  শচীন্দ্র  ;
সতী  ( ঈ )   +  (ই )ন্দ্র    =   সতীন্দ্র  ;
বলী  ( ঈ )   + ( ই )ন্দ্র    =   বলীন্দ্র ;
যোগী  ( ঈ )   +  ( ই )ন্দ্র    =  যোগীন্দ্র ; 
অনুরূপ ভাবে ---- মহী    +   ইন্দ্র   =   মহীন্দ্র ;
ফণী   +   ইন্দ্র    =  ফণীন্দ্র  ;
অবনী   +  ইন্দ্র    =  অবনীন্দ্র  ; 
মেদিনী    +   ইন্দ্র    =   মেদিনীন্দ্র -------ইত্যাদি ।


(  ঈ    +  ঈ  ) =   ঈ-কার   সূত্র  :- 


পৃথ্বী( ঈ )  + (ঈ )শ   =  পৃথ্বীশ  ;
সতী( ঈ )  + (ঈ )শ     =  সতীশ; 
শচী  ( ঈ )   +  ( ঈ )শ    =   শচীশ  ;
কাশী( ঈ )   + ( ঈ )শ্বর    =   কাশীশ্বর  ;
দিল্লী  ( ঈ )   +  ( ঈ )শ্বর    =   দিল্লীশ্বর  ;
মহী ( ঈ )   +  ( ঈ )শ্বর    =  মহীশ্বর  ;
অনুরূপ ভাবে ---  শ্রী  +ঈশ    =  শ্রীশ  ;
কাশী    +   ঈশ্বর    =   কাশীশ্বর  ;
গোপী    +   ঈশ্বর    =   গোপীশ্বর  ;
ফণী    +   ঈশ্বর    =   ফণীশ্বর------ ইত্যাদি ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.