সমাসের শ্রেণীবিভাগ ------------ তৎপুরুষ সমাস উপপর্ব ( গ)
সমাসের শ্রেণীবিভাগ --তৎপুরুষ সমাস উপপর্ব(গ।)
উপপদ তৎপুরুষ সমাস :- উপপদের সহিত কৃদন্ত পদের যে সমাস হয়,তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে । এই সমাসের ব্যাসবাক্যে উপপদের বিভক্তি লোপ পায় এবং কৃদন্ত পদের অর্থটিই প্রাধান্য পায় ।
যেমন :- পঙ্কে জন্মে যাহা = পঙ্কজ ।
এখানে ব্যাসবাক্যে 'পঙ্কে ' পঙ্ক্+অধিকরণে "এ"বিভক্ত ছিল , সমাসে তা লোপ পেয়েছে । "জন্মে যাহা " অর্থে "জ" কৃদন্ত পদটির অর্থ প্রাধান্য লাভ করেছে ।
অনুরূপ ভাবে ---গণিত জানেন যিনি = গণিতজ্ঞ;
অগ্রে জন্মে যে = অগ্রজ ;
সূত্র ধারণ করে যে = সূত্রাধার ;
মিথ্যা বলে যে = মিথ্যাবাদী ;
গমন করে যে = বিহঙ্গ ( নিপাতনে ) ;
শত্রুকে বধ করে যে = শত্রুঘ্ন ;
পাঠ করিয়াছে যে = পাঠকরা ।
নঞ্-তৎপুরুষ সমাস :-- যে তৎপুরুষ সমাসে নঞ্ অব্যয়কে পূর্ব পদ করে উত্তরপদ বিশেষ্য বা বিশেষণের সহিত সমাস হয় , তাকে নঞ্ -তৎপুরুষ সমাস বলে ।
নঞ্ একটি অব্যয় পদ । ইহার অর্থ "না, নহে (নয় ), নাই । "
যেমন :- আহূত নয় = অনাহূত ;
ঋণী নয় = অঋণী ;
নির্বচনীয় নয় = অনির্বচনীয় ;
অতি বৃহৎ নয় = নাতিবৃহত;
গণ্য নয় = নগন্য ।
No comments
THANKS.