বিদায় ---------রবীন্দ্রনাথ ঠাকুর
বিদায়
রবীন্দ্রনাথ ঠাকুর
এবার চলিনু তবে ।
সময় হয়েছে নিকট, এখন
বাঁধন ছিঁড়িতে হবে ।
উচ্ছল জল করে ছলছল,
জাগিয়া উঠেছে কল-কোলাহল ,
তরণী-পতাকা চল-চঞ্চল
কাঁপিছে অধীর রবে ।
সময় হয়েছে নিকট, এখন
বাঁধন ছিঁড়িতে হবে ।
আমি নিষ্ঠুর কঠিন কঠোর
নির্মম আমি আজি ।
আর নাই দেরি , ভৈরব-ভেরী
বাহিরে উঠেছে বাজি ।
তুমি ঘুমাইছ নিমীল-নয়নে
কাঁপিয়া উঠিল বিরহ-স্বপনে,
প্রভাতে জাগিয়া শূন্য শয়নে
কাঁদিয়া চাহিয়া রবে ।
সময় হয়েছে নিকট, এখন
বাঁধন ছিঁড়িতে হবে
অরুণ তোমার তরুণ অধরে,
করুণ তোমার আঁখি,
অমিয়-রচন সোহাগে বচনে
অনেক রয়েছে বাকি ।
পাখি উড়ে যাবে সাগরের পারে,
সুখময় নীড় পড়ে রবে তার ,
মহাকাশ হতে ওই বারে বারে
আমারে ডাকিছে সবে ।
সময় হয়েছে নিকট, এখন
বাঁধন ছিঁড়িতে হবে ।
বিশ্বজগৎ আমারে মাগিলে
কে মোর আত্মপর ।
আমার বিধাতা আমাতে জাগিলে
কোথায় আমার ঘর ।
কিসেরই বা সুখ , ক-দিনের প্রাণ ?
ওই উঠিয়াছে সংগ্রাম-গান,
অমর মরণ রক্তচরণ
নাচিছে সগৌরবে ।
সময় হয়েছে নিকট, এখন
বাঁধন ছিঁড়িতে হবে ।
(--------"কল্পনা ")
ইছামতী
৭ আশ্বিন ১৩০৪
No comments
THANKS.