সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, কারক ও পদের মধ্যে পার্থক্য

সম্বন্ধ   পদ   ও     সম্বোধন  পদ

কারক    ও   পদের   মধ্যে   পার্থক্য  :-

বাক্যে  ব্যবহৃত শব্দ বিভক্তি  (নামপদ ) এর  সহিত  ধাতু  বিভক্তি  (ক্রিয়া পদে  )এর  যে   নিবিড়  সম্পর্ক
তাকে  কারক   বলে  ।    ক্রিয়া পদকে  বিভিন্ন  প্রশ্ন করে কারকের  বিভিন্ন  রূপকে  চেনা যায়  ।                              
বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ কে  নামপদ বলে,
                     বিভক্তি যুক্ত ধাতু কে  ক্রিয়াপদের  বলে ।

সম্বন্ধ পদ:-বাক্যে মধ্যস্থ নামপদের সঙ্গে অন্য নামপদের  যে  সম্পর্ক  থাকে  অথচ  ক্রিয়াপদের  সঙ্গে
কোনো সরাসরি সম্পর্ক থাকে না তাকে সম্বন্ধ পদ বলে।

যেমন :-' মিতার  নাচ  মাতিয়ে  দিল' এখানে 'মিতার'   পদের অংছ  'নাচ ' পদের সম্পর্ক গড়ে উঠেছে,  'দিল'
ক্রিয়াপদটির  সহিত  সরাসরি  সম্পর্ক  নাই ।
এখানে  ' মিতার ' পদটি  সম্বন্ধ  পদ ।

বাক্য-মধ্যস্থ কারক  সমূহের  সহিত  সম্বন্ধ  পদের একটা সম্পর্ক আছে বলেই কারক সম্বন্ধ  ছিল প্রকার ।

যথা :- কর্তৃ-সম্বন্ধ :-যে নামপদের   ক্রিয়ার সঙ্গে  সম্বন্ধ  থাকে না , অথচ কর্তৃপদের সঙ্গে সম্পর্ক  থাকে, তাকে কর্তৃ-সম্বন্ধ  বলে।                                                যেমন  :-   এ  কাজীর  বিচার,   ভোরের আলোয় মাঠে           ভরেছে  ।এখানে   কাজীর, ভোরের,  কর্তৃ-সম্বন্ধ ।


কর্ম-সম্বন্ধ :-   যে নামপদের  সঙ্গে কর্মপদের সম্পর্ক থাকে তাকে  কর্ম-সম্বন্ধ  বলে।
যেমন :-আর্তের  সেবা,     ঈশ্বরের  উপাসনা  ইত্যাদি ।


করণ-সম্বন্ধ:- যে  নামপদের সঙ্গে  করণ পদের  সম্পর্ক  থাকে  তাকে করণ-সম্বন্ধ  বলে ।                                                       
যেমন :-   চোখের দেখা, তুলির টান,     তাসের খেলা 
                                               
ইত্যাদি  ।   চোখের, তুলির, তাসের  করণ-সম্বন্ধ ।

                         
সম্প্রদান-সম্বন্ধ :-যে নামপদের সঙ্গে সম্প্রদান পদের        সম্পর্ক থাকে তাকে সম্প্রদান -সম্বন্ধ বলে।
যেমন:-'ঠাকুরের  নৈবেদ্য কি এখনো সাজানো হয়নি।'
এখানে  ' ঠাকুরের ' সম্প্রদান -সম্বন্ধ পদ হয়েছে ।

অপাদান-সম্বন্ধ :-  যে নামপদের সঙ্গে  অপাদান  পদের 
সম্পর্ক গড়ে উঠেছে তাকে অপাদান- সম্বন্ধ বলে ।

যেমন :- 'যেখানে  বাঘের  ভয়, সেখানে সন্ধ্যা  হয়।'
এখানে  'বাঘের '  অপাদান -সম্বন্ধ পদ হয়েছে ।

অধিকরণ-সম্বন্ধ :-  যে নামপদের সঙ্গে অধিকরণ  পদের সম্পর্ক গড়ে উঠেছে তাকে অপাদান-সম্বন্ধ বলে ।
যেমন:-'পুকুরের জলে সাঁতার কাটে ।'এখানে 'পুকুরের '
পদটি   অধিকরণ-সম্বন্ধ বলে ।



।।সম্বোধন পদ ।।


যে  পদের দ্বারা কাউকে ডাকা হয়  বা আহ্বান করা হয়,
সেই  পদকে  সম্বোধন  পদ  বলে ।                            
সম্বোধন পদের  সহিত ক্রিয়াপদের  কোনো সম্পর্ক নাই 
সেকারণে  ইহা  কারক পদ বাচ্যে  নয়।

যেমন:-  ওলো সই! চল যমুনায় । ওহে !তুমি কোথায় যাও।     হে  বন্ধু!  শোন ।


No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.