ষত্ব বিধান , বানান শিক্ষা

   ষত্ব -- বিধান 

শিষধ্বনি  দন্ত্য 'স 'কোন্ কোন্ স্থানে মূর্ধা ' ষ ' হয়, যে নিয়মে তা জানা যায় তাকে ষত্ব --বিধান বলে  ।এই নিয়মাবলী কেবল মাত্র বাংলা তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে   ।

১  । ' ঋ'--কারের পর সাধারণত মূর্ধা 'ষ ' হয় । 
যেমন :- ঋষভ, ঋষি ইত্যাদি  ।

২   ।অ--কার  ও  আ -- কার  ভিন্ন স্বরবর্ণের পরে এবং 
ক্ ও  র্ -এর পরে প্রত্যয় ও বিভক্তির দন্ত্য 'স' মূর্ধা ' ষ' 
হয় ।
যেমন  : - পরিষ্কার, পুষ্করিণী  ইত্যাদি  ।



৩   ।ই--কারান্ত   ও  উ-কারান্ত উপসর্গের পরস্থিত সদ্, সিচ্, সন্, সনজ্ , সিধ্, সেব্, স্থা প্রভৃতি কয়েকটি ধাতুর দন্ত্য -'স' মূর্ধা -'ষ 'হয় । 
যেমন  : - উপনিষৎ, অনুষঙ্গ, অভিষিক্ত, পরিষেবিকা, প্রতিষ্ঠিত, ইত্যাদি  । 

৪   । 'ট ' ও  'ঠ'-এর আগের শিষধ্বনি মূর্ধা ষ হয় ।
যেমন  : -অষ্টম, নষ্ট, বেষ্টন , কষ্ট, ইত্যাদি  ।

৫  । পিতৃ  ও মাতৃ শব্দের সাথে স্বসৃ শব্দের যোগ হলে স্বসৃ শব্দের প্রথম দন্ত্য  'স ' মূর্ধা 'ষ 'হবে এবং শেষের দন্ত্য 'স ' রয়ে  যাবে   । 
যেমন  : -মাতৃষ্বসা, পিতৃষ্বসা  ।

৬   ।  'সাৎ'-প্রত্যয়ের দন্ত্য 'স' কখনও মূর্ধা 'ষ'  হয় না  ।
যেমন  : - ভূমিসাৎ, ধুলিসাৎ ইত্যাদি  ।

৭   ।  কতকগুলি নিত্য মূর্ধা  'ষ'-এরশব্দ আছে  যা কখনও দন্ত্য  ' স ' হয়  না  ।  
যেমন  : - ভাষা, আষাঢ় ,ভূষণ, মেষ, ভূষা ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.