কারক নির্ণয়ের সূত্র সমূহ

কারক  নির্ণয়

" মুখ্যমন্ত্রী বন্যাদুর্গত এলাকায় স্বহস্তে কোষাগার থেকে বন্যার্তদের অর্থ  প্রদান  করছেন  " ।

উপরের  বাক্যটিতে ' প্রদান  করছেন ' এই সমাপিকা ক্রিয়াটিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে আমরা নানা ধরনের উত্তর পাবো   ।
যেমন  :- কে প্রদান করছেন ----মুখ্যমন্ত্রী ---কর্তৃকারক ।
কী   প্রদান  করছেন -------অর্থ  --------কর্ম কারক । 
কীভাবে    প্রদান করছেন ---- স্বহস্তে -----করণকারক ।
কাদের প্রদানকরছেন --বন্যার্তদের ---সম্প্রদানকারক  ।
কোথা থেকে   প্রদান করছেন ---কোষাগার ---অপাদান।
কোথায়   প্রদান করছেন ---বন্যাদুর্গত এলাকায়---অধিকরণ কারক  ।

অতয়েব  'কে ' দিয়ে প্রশ্ন করা হল --উত্তরে ---কর্তা পাওয়া গেল  ।
' কী '   দিয়ে প্রশ্ন করা হল ---উত্তরে ---কর্ম  পাওয়া গেল  ।
' কীভাবে '   দিয়ে প্রশ্ন করা হল ---উত্তরে ---করণ  পাওয়া গেল  ।
' কাদের '    দিয়ে প্রশ্ন করা হল ----উত্তরে ---সম্প্রদান
পাওয়া গেল   ।
' কোথা থেকে '    দিয়ে প্রশ্ন করা হল ---উত্তরে ---অপাদান   পাওয়া গেল   ।
' কোথায় '      দিয়ে প্রশ্ন করা হল ----উত্তরে ----অধিকরণ  পাওয়া গেল   ।
  এই যে  কর্তা ,  কর্ম ,  করণ ,  সম্প্রদান  ,  অপাদান  , অধিকরণ  ---এগুলি হল  কারকের  নাম  । 

সুতরাং কারককে এক কথায় সংজ্ঞায়িত করা যেতে পারে এই ভাবে ------

  বাক্যে  ক্রিয়াপদের  সঙ্গে  বিশেষ্য বা  সর্বনাম  পদের   সম্বন্ধকে কারক  বলে  ।    

কারক     ছয়    প্রকার   । 

এগুলি   সম্পর্কে  পরবর্তী  পর্যায়ে   বিষদে   আলোচনা   করা   হবে  ।

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.