ণত্ব - বিধানের নিয়মাবলী , বাংলা বানান ভুল সংশোধনের নিয়মাবলী , বানান শিক্ষা

               বাংলা বানান ভুল সংশোধনের নিয়মাবলী
           
বাংলা বানান ভুলের কারণ  : -- সংস্কৃত শব্দভাণ্ডার  থেকে যেসব শব্দ বাংলা  শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে অথচ উচ্চারণ রীতি  মানা হয়নি বিশেষত সেই সকল বাংলা শব্দে বানান ভুল হয়ে থাকে  । যেমন  : --(শ /ষ  /স,)কিংবা (ন / ণ ,) বা ( ই  / ঈ , ) বা  (উ / ঊ ,) ইত্যাদি 
উচ্চারণের  ক্ষেত্রে  ।

                  প্রথম :-- ণত্ব -বিধান

বাংলা  বানানে কোন্ কোন্  স্থানে  দন্ত্য  ন  পরিবর্তে মূর্ধন্য ণ হয়, যে নিয়মে তা জানা যায় তাকে ণত্ব- বিধান 
বলে  । ( কেবলমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে এই নিয়ম  প্রযোজ্য )

১ ।ঋ , র্ , ষ্ -- এদের যে কোন একটার পর দন্ত্য  ন থাকলে মূর্ধন্য  ণ হবে ।ঋণ -- ( ঋ + ণ্+ অ ) এখানে 'ঋ' বর্ণের পর 'ন' না হয়ে 'ণ' হবে ।
বিষ্ণু --( ব্ +ই + ষ্ + ণু ) এখানে 'ষ ' বর্ণের পর ' ন ' না হয়ে  'ণ'  হবে  । নির্ণয় ,স্বর্ণ, মসৃণ , কৃষ্ণ, সহিষ্ণু, প্রভৃতি  ।

২  । ঋ,  র্ , ষ্  - এদের পরেই দন্ত্য 'ন '-এর মাঝে
কোন স্বরবর্ণ  ,ক -বর্গ ,বা প - বর্গের কোন বর্ণ  অথবা য , ব , হ  ও  অনুস্বার  থাকে, তা হলে দন্ত্য ন মূর্ধন্য ণ হয়ে যাবে ।
কৃপণ : --( ক্ + ঋ + প্ + অ + ণ্ ) এখানে  'ঋ' বর্ণের পর  'প'- বর্গের  'প' বর্ণ থাকা সত্ত্বেও দন্ত্য - 'ন'   না হয়ে মূর্ধন্য  -'ণ'  হবে  । হরিণ, পাষাণ, গ্রহণ, রামায়ণ, মুদ্রণ
আঘ্রাণ, নিমন্ত্রণ  ইত্যাদি  ।

৩  । ট- বর্গের কোন বর্ণের অব্যবহিত পূর্বে নাসিক্যবর্ণের প্রয়োজন হলে সর্বদা মূর্ধন্য ণ হয় ।
ঘণ্টা, কণ্টক, কণ্ঠ, লুণ্ঠন, দণ্ড,  পণ্ডিত ,ইত্যাদি শব্দগুলোর  ট ,ঠ , ড, বর্ণগুচ্ছ  ট- বর্গের অন্তর্গত মূর্ধন্য ধ্বনি - হওয়ায়, স্বাভাবিক ভাবে মূর্ধন্য ণ হবে  । 

৪  ।  প্র  , পরা , পূর্ব  , অপর -- এই চারটি শব্দের পর অহ্ন শব্দের দন্ত্য ন মূর্ধন্য ণ হয়ে যাবে  । প্রাহ্ণ , পরাহ্ণ,
পূর্বাহ্ণ , অপরাহ্ণ  ।

৫  । প্র , পরা,  পরি, নির্ উপসর্গের পর মূর্ধন্য ণ হয় ।
প্রণত , প্রণাম , পরায়ণ , পরিণাম,  পরিণীতা, নির্ণয় 
ইত্যাদি  ।

৬  । পর ,পার , উত্তর,  চান্দ্র ও নার শব্দের পরবর্তী 'অয়ন' শব্দের দন্ত্য ন মূর্ধন্য ণ হয়ে যায় । পরায়ণ ,
পারায়ণ , উত্তরায়ণ , চান্দ্রায়ণ, নারায়ণ  ইত্যাদি  ।

৭  । ঋ , র , ষ - এর পর স্বরবর্ণ, ক- বর্গ, প- বর্গ , য , 
ব ,  হ এবং অনুস্বার  বর্ণ ছাড়া অন্য বর্ণের ব্যবধান থাকলে দন্ত্য ন হয় । দর্শন, অর্চনা, রচনা, প্রার্থনা ইত্যাদি  ।

৮  । ত, থ, দ ,ধ , এই ত - বর্গের ধ্বনির পর দন্ত্য ন হবে।
 চিন্তা, সন্তান, পন্থা, মন্দ, সন্ধ্যা ইত্যাদি  ।

৯  । একপদে ঋ, র্, ষ্ , আর অন্য পদে দন্ত্য ন থাকলে 
এই দুটি পদ সমাসবদ্ধ হয়ে একপদে পরিণত হলেও 
দন্ত্য ন মূর্ধন্য ণ হবে না ।

 সর্বশেষে বলা যায় কয়েকটি তৎসম শব্দে চিরকাল যে
মূর্ধন্য ণ হয়ে আসছে সেই আদি মূর্ধন্য ণ -কে  নিত্য মূর্ধন্য ণ বলা হয়  ।এই মূর্ধন্য ণ কখনও দন্ত্য ন হবে না ।

বিপণি  ,পণ্য, আপণ,গণ্য , অণু, বীণা, বেণু, কণা,   কণিকা, ফণা, বাণ, বণিক, বাণী, শাণ, শণ, শোন, 
নিক্কণ, গণ্য, মাণিক্য, পণ, পুণ্য, ভণিতা, চাণক্য,   মণিকা, বাণিজ্য, কল্যাণ, পাণিনি, কিঙ্কিণী ,
লবণ, শোণিত, কৌণী , গণিত, স্থাণু, লাবণ্য, শাণিত ,
ইত্যাদি শব্দগুচ্ছ নিত্য মূর্ধন্য ণ বলা যায় ।




No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.