প্রত্যয় কাকে বলে? (১ম পর্ব /১২ তম পর্ব )

প্রত্যয় শব্দটির সাধারণ অর্থ বিশ্বাস । কিন্তু ব্যাকরণে নতুন শব্দ গঠনের প্রসঙ্গে এটি ব্যবহৃত হয়।

সংজ্ঞা : শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে ।
  উদাহরণ : গম্    +     তব্য =     গন্তব্য
                ধাতু     +    প্রত্যয় = গঠিত শব্দ
           
              ভূগোল  +     ষ্ণিক =  ভৌগোলিক
                শব্দ    +      প্রত্যয় =গঠিত শব্দ

প্রত্যয় হল নতুন নতুন শব্দ গঠনের বিজ্ঞান সম্মত কৌশল ।

 প্রত্যয় তিন প্রকার ।
১|কৃৎ প্রত্যয়
২|তদ্ধিত প্রত্যয়
৩|ধাত্ববয়ব প্রত্যয়

১|কৃৎ প্রত্যয় : ধাতু প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে  তাকে কৃৎ প্রত্যয় বলে।
 উদাহরণ : চল্ + অন্ত = চলন্ত
                দৃশ  +ক্যপ্ (য)= দৃশ্য

২|তদ্ধিত প্রত্যয় :শব্দ প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
উদাহরণ : মনু + ষ্ণ = মানব
           ভারত + ষ্ণীয় = ভারতীয়

৩|ধাত্ববয়ব প্রত্যয় : ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন ধাতু সৃষ্টি করে, তাকে ধাত্ববয়ব প্রত্যয় বলে ।
উদাহরণ : কর্ (ধাতু ) + আ (ধাত্ববয়ব প্রত্যয়) = করা (ধাতু - করানো অর্থে)
বিষ (শব্দ )+ আ (ধাত্ববয়ব প্রত্যয়) = বিষা (ধাতু - বিষাক্ত করা অর্থে )

No comments

THANKS.

মাসি পিসি -----------------------------------জয় গোস্বামী

 মাসি পিসি  জয়   গোস্বামী  ফুল  ছুঁয়ে  যায় চোখের  পাতায়,  জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুমপাড়ানি  মাসিপিসি  রাত  থাকতে ওঠে  শুকতারাটি...

Theme images by luoman. Powered by Blogger.